কমনওয়েলথ গেমস
প্রথম দিন ৪ ইভেন্টে খেলবে বাংলাদেশ
৭২ দেশের ৫০৫৪ জন ক্রীড়াবিদদের অংশগ্রহণে বৃহস্পতিবার (২৮ জুলাই) থেকে শুরু হয়েছে ২২তম কমনওয়েলথ গেমস। বার্মিংহামের আলেকজান্ডার স্টেডিয়ামে বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠে এবারের আসরের। মার্চ পাষ্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন শেফ দ্য মিশন ও অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। জাতীয় পতাকা বহন করেন মাবিয়া আক্তার সীমান্ত ও বক্সার সুর কৃষ্ণ চাকমা। যদিও দেশে থাকতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন থেকে শুধু মাবিয়া আক্তার সীমান্তর কথা জানানো হয়েছিল।
গতকাল পর্দা উঠলেও পদক জয়ের লড়াই শুরু হবে শুক্রবার (২৯ জুলাই) থেকে। আজ প্রথম দিনই ১১টি ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হবে। যার ৪টিতে মাঠে নামবে বাংলাদেশের ক্রীড়াবিদদরা। এই ৪টি ইভেন্ট হলো বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার ও টেবিল টেনিস।
বক্সিংয়ের রিংয়ে লড়বেন মো. হোসেন আলী, সুর কৃষ্ণ চাকমা ও সেলিম হোসেন। মো. হোসেন আলী ৬৩.৫-৬৭ কেজি ওজন, সুরু কৃষ্ণ ৬০-৬৩ কেজিতে এবং সেলিম হোসেন ৫৪-৫৭ কেজি ওজন শ্রেণিতে লড়বেন।
জিমন্যাসটিকসে পুরুষদের দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন শিশির আহমেদ, আবু সাইদ রাফির ও নিউজিল্যান্ড প্রবাসী আলী কাদের হক। এ ছাড়াও ফ্লোর এক্সারসাইজ ও ভল্টিং টেবিলে লড়াই করবেন আলী কাদের হক। পদক জয়ের আশা ছাড়া গেমসে অংশ নেওয়া বাংলাদেশ দল এই দুইটি ইভেন্টে থেকে একটা কিছু আশা করছে।
সাঁতারে ৫০ মিটার ব্যাটারফ্লাইয়ে মাহমুদুন নবী নাহিদ ও ৫০ মিটার ব্রেস্টস্টোকে মরিয়ম আক্তার পুলে নামবেন।
টেনিস ইভেন্টে অংশ নেবে বাংলাদেশ পুরুষ দল। লাল-সবুজের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহতাসিন আহমেদ, রামহীম লিয়ন বর্ম, রিফাত মাহমুদ ও মুফরাদুল কায়ের হামজা। টেবিল টেনিসে আজ দুইটি খেলা বাংলাদেশের। লন্ডন সময় সকাল সাড়ে ১১টায় ( বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটা) মুখোমুমখি হবে ফিজির বিপক্ষে। লন্ডন সময় ৬টায় ( বাংলাদেশ সময় রাত ১১টা) দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ গায়ানা।
এমপি/এসআইএইচ