টি-টোয়েন্টি সিরিজ
বাংলাদেশের বিপক্ষে নেই জিম্বাবুয়ের চাতারা-মুজারাবানি
এমনিতেই বিশ্ব ক্রিকেটে জিম্বাবুয়ের সময় ভালো যাচ্ছে না। মান সম্পন্ন ক্রিকেটারের অভাবে তাদের অবস্থা খুবই নাজুক। এমনই নাজুক যে এক সময় যে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের লড়াই হতো তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেখানে বাংলাদেশ তাদের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই। তাদের ছাড়া জুনিয়ররা কেমন করতে পারে তার একটা ড্রেস রিহার্সেল মঞ্চ হিসেবে নেওয়া হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে। আর এ সিরিজকে কেন্দ্র করে শনিবার ঘোষণা করা হয়েছে জিম্বাবুয়ের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল। যেখানে নেই দলের সেরা দুই পেসার ব্লেসিং মুজরাবানি ও টেন্ডাই চাতারা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্ব খেলতে গিয়ে আহত হয়েছিলেন মুজরাবানি ও চাতারা। মুজরাবানি উরুর পেশিতে টান পড়েছিল। চাতারা চোট পেয়েছিলেন কাঁধে। এখনও দুজনে সুস্থ হয়ে উঠতে পারেননি। তাই তাদের ছাড়াই খেলতে নামতে হবে জিম্বাবুয়েকে।
ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ে চাতারা দুই ম্যাচ খেলে উইকেট নিয়েছিলেন চারটি। মুজরাবানি চার ম্যাচে নিয়েছিলেন পাঁচটি উইকেট। সেই সময় তাদের পরিবর্তে দলে নেওয়া হয়েছিল অলরাউন্ডার টনি মুনিয়োঙ্গা ও পেসার টানাকা চিভাঙ্গাকে। এরা দুজনসহ ঘোষিত দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বাছাই খেলা দলের বাকি সবাই আছেন। দলে ডাক পেয়েছেন পেসার ভিক্টর নিয়াউচি।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ জুলাই। পরের দুইটি ৩১ জুলাই ও ২ আগস্ট। সবগুলো খেলাই হবে হারারেতে।
জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল
রায়ান বার্ল, রেজিস চাকাভা, চিভাঙ্গা টানাকা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), লুক জঙ্গোয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাদাকাদজা, টনি মুনিওঙ্গা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, শন উইলিয়ামস।
এমপি/এসআইএইচ