রুশোর ঝড়ে এক ম্যাচ বাদেই ইংল্যান্ডের হার
প্রায় ছয় বছর পর দলে ফিরলেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটার রাইলি রুশো। সেই রুশোর ঝড়ে ইংল্যান্ডকে ৫৮ রানের বড় ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা। সেইসঙ্গে দলকে সিরিজ সমতায় ফেরান এই ব্যাটার। এদিন ৫৫ বলে ৯৬ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। রুশো ছাড়াও রেজা হেন্ডরিকসের ব্যাট থেকে আসে ৩২ বলে ৫৩ রানের ইনিংস।
বৃহস্পতিবার (২৮ জুলাই) কার্ডিফে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৭ রানের বিশাল স্কোর দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা। জবাবে নিজেদের পুরো ২০ ওভার খেলতে পারেনি ইংল্যান্ড। তিন ওভার বাকি থাকতেই ১৪৯ রানে অলআউট হয়ে যায় তারা।
প্রোটিয়াদের করা ২০৮ রানের টার্গেটে খেলতে নেমে ওভারপ্রতি প্রায় সাড়ে ১০ রান করে তোলার লক্ষ্যে ইংল্যান্ডের প্রায় সব ব্যাটারই ব্যাট চালিয়েছেন। কিন্তু কেউই লম্বা সময় উইকেট টিকে থাকতে পারেননি। ফলে ছোট ছোট ইনিংস যোগ হয় ইংলিশদের ঝুলিতে। জনি বেয়ারস্টো ২১ বলে ৩০, জস বাটলার ১৪ বলে ২৯, মইন আলি করেন ১৭ বলে ২৮ রান। বাকীরা দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি করে উইকেট শিকার করেন তাবরাইজ শামসি ও আন্দিল ফেলুকায়ো। এ ছাড়াও মাত্র ১১ রান খরচায় নেন ২ উইকেট লুঙ্গি এনগিডি।
এর আগে ঘরের মাঠে দলীয় সর্বোচ্চ রানের (২৩৪ রান) রেকর্ড গড়ে প্রথম ম্যাচ জিতে ইংল্যান্ড।
এসআইএইচ