উইন্ডিজে সিরিজ জিততে চান মিঠুন
চারদিনের দুইটি ও একদিনের তিনটি ম্যাচ খেলতে মোহাম্মদ মিঠুনের নেতৃত্ব বাংলাদেশ ‘এ’ দল আগামীকাল শুক্রবার উইন্ডিজ রওয়ানা হবে। সফরে বাংলাদেশ দল চারদিনের দুইটি ও একদিনের তিনটি ম্যাচ খেলবে। সফর শুরু হবে চারদিনের ম্যাচ দিয়ে। ৪ আগস্ট শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ। দ্বিতীয়টি শুরু হবে ১০ আগস্ট। এরপর ১৬, ১৯ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে তিনটি একদিনের ম্যাচ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়াতে।
বাংলাদেশ ‘এ’ দল প্রায় চার বছর পর ম্যাচ খেলছে। সর্বশেষ তারা খেলেছিল শ্রীলঙ্কা সফরে। উইন্ডিজ সফরে মিঠুন জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন। আজ মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ওখানে আমাদের লক্ষ্য সিরিজ জেতা। এজন্য অনেক সেক্টরেই চ্যালেঞ্জ আসবে ও তা পার করতে হবে। এখানে একদুইজন দিয়ে হবে। শেষদিকে টেলএন্ডারদেরও জয়ের জন্য রান করতে হবে। ব্যাটিং মানে ব্যাটাররা বোলারদেরও তো কাজ করতে হয়। তো যদি আমরা দল হয়ে সবার কাজ সঠিক সময়ে করতে পারি তাহলে জেতা সম্ভব। এজন্য ছোট ছোট কাজে সফল হতে চাই। ব্যাক্তি পারফরম্যান্সের থেকে দল হয়ে কিভাবে পারফরম করতে পারি সেখানে ফোকাস রাখছি। এটা ধরে রাখতে পারলে ইতিবাচক কিছু হবে অবশ্যই।’
সিরিজে জয়ের আশা ব্যক্ত করলেও মিঠুন মনে করেন সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তিনি বলেন, ‘উইন্ডিজ এ দলের সঙ্গে আমি আগেও খেলেছি। ওদের জাতীয় দলের ক্রিকেটার যারা পাইপলাইনে থাকে ওরাই এ দলে খেলে। ওদের দলটা তাই বেশ শক্ত। আমি আশাকরি খুবই প্রতিযোগীতামূলক ক্রিকেট হবে। তো এটা আন্তর্জাতিক না হলেও কাছাকাছি স্বাদ পাব।'
‘এ’ দলকে বলা হয়ে থাকে জাতীয় দলের ছায়া দল। এখানে যারা ভালো করবে তাদের জন্য জাতীয় দলের দরজা খুলে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে জেগে উঠে। তাই দলের জয়ের পাশাপাশি খেলোয়াড়দের নিজেদের মাঝেও লড়াই আছে। কিন্তু মিঠুন তা মনে করেন না। তিনি বলেন, ‘নিজেদের মধ্যে তো কোন লড়াই নেই। আমরা তো কেউ কারও প্রতিযোগী নই। আমরা নিজেদের ভাল পারফরম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এখানে আমরা সবাই মাথায় রাখি যে আমি নিজে কি করছি। অন্য কেউ কি করছে এটা আমরা মাথায় রাখি না।’
এমপি/এএস