আইসিসি বর্সসেরা ওয়ানডে ক্যাপ পেয়ে হাস্যোজ্জল মুশফিক
আইসিসির ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল মুশফিকুরি রহিম যে জায়গা পেয়েছিলেন সেটি অনেক পুরানো খবর। নতুন খবর হলো তিনি সেই জায়গা পাওয়ার স্মারক পেয়েছেন। স্মারক হিসেবে আইসিসি মুশফিকুর রহিমের কাছে একটি ক্যাপ পাঠিয়েছে। যেটিতে লেখা আছে 'আইসিসি ওডিআই টিম অব দ্য ইয়ার।' এই ক্যাপ পরা ছবি মাথায় দিয়ে ছবি তুলে সেই ছবি তিনি নিজের ফেসবুক পেইজে পোস্ট করে লিখেছেন ‘আলহামদুল্লিাহ’। উল্লেখ ২০২১ সালের আইসসির বর্ষসেরা ওয়ানডে দলে মুশফিকুর রহিমের সঙ্গে সাকিব আল হাসান এবং মোস্তফিজুর রহমানও জায়গা পেয়েছিলেন। সবচেয়ে বেশি ক্রিকেটার ছিলেন বাংলাদেশ দলের। অধিনায়ক ছিলেন পাকিস্তানের বাবর আজম।
মুশফিকু ২০২১ সালের বর্ষসেরা হয়েছিলেন উইকেটকিপার হিসেবে। যদিও গত বছর তিনি খুব একটা কিপিং করেননি। তবে ব্যাট হাতে ছিলেন বেশ উজ্জ্বল। ৯ ম্যাচ খেলে একটি সেঞ্চুরি দুইটি হাফ সেঞ্চুরিতে তিনি রান করেছিলেন ৪০৭। সর্বোচ্চ রান ছিল ১২৫। গড় ছিল ৫৮.১৪।
২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল ছিল বর্ষসেরা ওয়ানডে দল: পল স্টার্লিং, মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষমন্থ চামিরা।
এমপি/এএস