বারিধারা-মুক্তিযোদ্ধার ভাগ্য নির্ধারণ শেষ রাউন্ডেই
২০তম রাউন্ডেই চ্যাম্পিয়ন ও রানার্সআপ নিশ্চিত হয়ে যাওয়াতে এবারের প্রিমিয়ার লিগ ফুটবলের সব আকষর্নই শেষ হয়ে গেছে। তারপরও সেখানে কিছুটা আকর্ষণ বেঁচে ছিল নিজেদের অবস্থান উন্নতি করার পাশাপাশি রেলিগেশন লিগের। যেখানে ছিল চার দল। এই চার দলের এক দল স্বাধীনতা সংঘের অবনমন নিশ্চিত হয় গেছে। রহমতগঞ্জ নিজেদের বাঁচাতে পেরেছে। বাকি একটি আসনের জন্য মুক্তিযোদ্ধা সংসদ ও উত্তরা বারিধারার কোন দলের অবনমন হবে তা নিশ্চিত হবে শেষ রাউন্ডে। আকর্ষণ বলতে এই যা। আজ শেষ রাউন্ডে মুক্তিযোদ্ধা সংসদ ১-১ গোলে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করাতে তাদের শেষ রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ২ মিনিটে তরিকুল ইসলামের গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ। ৩৯ মিনিটে কেন্ডির গোলে সমতা আনে চট্টগ্রাম আবাহনী। এর ফলে উত্তরা বারিধারার ‘যদি’ নির্ভর সম্ভাবনা বেঁচে থাকে। ২১ ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ১৬, উত্তরা বারিধারার ১৪। দুই দলেরই শেষ খেলায় প্রতিপক্ষ খুবই শক্তিশালী। বারিধারা খেলবে রানার্সআপ আবাহনীর বিপক্ষে। মুক্তিযোদ্ধার প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। বারিধারা যদি আবাহনীকে হারাতে পারে তারপরও তাদের অপেক্ষায় থাকতে হবে সাইফ-মুক্তিযোদ্ধার ম্যাচের ফলাফলের জন্য। তখন মুক্তিযোদ্ধা হারলে বারিধারা বাঁচবে। চট্টগ্রাম আবাহনী ২১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।
আগের অবনমনে হাত থেকে রক্ষা পাওয়া রহমতগঞ্জ আজ মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে পাঁচ শেখ রাসেলে ক্রীড়া চক্রের কাছে হেরেছে ৩-২ গোলে। শেখ রাসেল প্রথমে তিন গোল দেয়ার পর দুই গোল হজম করে। শেখ রাসেলের পক্ষে দিপক দুইটি ও রিচার্ড এবং রহমতগঞ্জের পক্ষে আসরোরভ একাই দুই গোল করেন। চট্টগ্রাম আবাহনীর সমান ২৮ পয়েন্ট হলেও শেখ রাসেল গোল গড়ে আছে সাতে। রহমতগঞ্জ ১৮ পয়েন্ট নিয়ে নবম।
রাজশাহীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে মোহামেডানকে আবারো রুখে দিয়েছে বাংলাদেশ পুলিশ। খেলা ১-১ গোলে ড্র হয়েছে। প্রথম পর্বের খেলা গোলশূন্য ড্র ছিল। ২৮ মিনিটে সুলেমান দিয়াবাতের গোলে মোহামেডান এগিয়ে যায়। ৩২ মিনিটে সেই গোল পরিশোধ করেন ক্রিস্টিয়ান কুয়াকো। ৩০ পয়েন্ট নিয়ে মোহামেডান পঞ্চম ও সমান পয়েন্ট নিয়ে গোল গড়ে বাংলাদেশ পুলিশ ষষ্ঠ স্থানে আছে।
এমপি/