রাতে জিম্বাবুয়ে যাচ্ছে টি-টোয়েন্টি দল
আগে বাংলাদেশ দল দি-পাক্ষিক সিরিজ খেলতে বিদেশ সফরে গেলে সবাই এক সঙ্গে যেতেন। কদাচিৎ সেখানে ব্যতিক্রম হয়। কিন্তু ইদানিং বাংলদেশ দল আর এক সঙ্গে যেতে পারছে না। এটা হচ্ছে বিমানের টিকিট একত্রে না পাওয়ার কারণে। যদিও এ সব সিরিজ অনেক আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে। সম্প্রতি উইন্ডিজে বাংলাদেশ টেস্ট দল কয়েক ভাগে গিয়ে পৌঁছেছে। উইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজ শুরু হয়েছিল টেস্ট ম্যাচ দিয়ে।
উইন্ডিজের পর এবার জিম্বাবুয়ে সফরেও বাংলাদে দল একত্রে যেতে পারছে না। জিম্বাবুয়েতে বাংলাদেশ খেলবে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে ম্যাচ। সফর শুরু হবে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।
মঙ্গলবার (২৬ জুলাই) রাতে টি-টোয়েন্টি বহর বিমানে চড়বে। কিন্তু আগের দিন রাতে তিন ক্রিকেটারসহ পাঁচ জনের দল জিম্বাবুয়ের পথে রওয়াানা হয়েছেন। তিন ক্রিকেটার ছিলেন নাজমুল হোসেন শান্ত, হাসান মাহমুদ ও মুনিম শাহরিয়ার। সঙ্গে ছিলেন ম্যানেজার নাফিস ইকবাল ও ফিজিও মোজাদ্দেদ সানি। তারা মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইনসের একটি বিমানে জিম্বাবুয়ের পথে রওয়ানা হন। বাকিরও আজ রাতে একই সময়ে একই ফ্লাইটে রওয়ানা হবেন। ওয়ানডে দলের ক্রিকেটার রওয়ানা হবেন ৩০ তারিখ রাতে একই বিমানে একই সময়ে।
সফরে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে ৩০ জুলাই। পরের দিন দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচ ২ আগস্ট। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ আগস্ট। দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচ ৭ আগস্ট। শেষ ম্যাচ ১০ আগস্ট। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারেতে। টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ৫ টায়। ওয়ানডে ম্যাচ শুরুর সময় বেলা ১টা ১৫ মিনিট।
এবারে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের জন্য নুরুল হাসান সোহানকে নতুন করে অধিনায়ক করে দায়িত্ব দেওয়া হয়েছে। তার আগে অধিনায়ক ছিলেন মাহমুদউল্লাহ। মাহমুদউল্লাহকে সরিয়ে দেওয়া হলেও নুরুল হাসান সোহান কিন্তু পাকা পোক্ত নন। আপাতত এই সিরিজের জন্য তার কাঁধে নেতৃত্বের ভার দেওয়া হয়েছে। এশিয়া কাপ থেকে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে। তিনি টেস্ট দলেরও দায়িত্ব পেয়েছেন মুমিনুলের জায়গায়।
এমপি/এমএমএ/