মাহমুদউল্লাহর জন্য টি-টোয়েন্টির দরজা বন্ধ হয়ে যায়নি
টেস্টে ও টি-টোয়েন্টি ক্রিকেটের ব্যর্থতা যেন হাত ধরাধরি করে চলছে। দলও ব্যর্থ, অধিনায়কও ব্যর্থ। উত্তোরনের উপায় খুঁজতে দুই জায়গাতেই পরিবর্তন আনা হয়েছে।
টেস্টে মুমিনুলকে সরিয়ে সাকিব আল হাসানকে আর টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে নুরুল হাসান সোহানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিবর্তনে আবার পার্থক্য আছে। সাকিবকে লম্বা সময়ের জন্য করা হলেও সোহানকে দেওয়া হয়েছে শুধুমাত্র জিম্বাবুয়ে সফরের জন্য।
এরপর হয়তো সাকিবকেই দেওয়া হবে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। পাথর্ক্য আরও আছে। মুমিনুলকে বাদ দেওয়ার পরও তাকে উইন্ডিজ সফরে দলে রাখা হয়েছিল। খেলেছিলেন প্রথম টেস্টেও। কিন্তু মাহমুদউল্লাহকে ‘বিশ্রাম’র নামে ছেটে ফেলা হয়েছে। অনেকেই মনে করছেন মাহমুদউল্লাহর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি ঘটে গেছে। কিন্তু টিম ডিরেক্টর খালেদ মাহমুদ তা মনে করেন না।
তিনি বলেন, ‘রিয়াদ এখনো টিমের একটা গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ভূমিকা পালন করতে পারে, এটা এখনো আমরা বিশ্বাস করি। সে আবার অধিনায়ক হবে কি না এটা গুরুত্বপূর্ণ না। এতদিন সে নেতৃত্ব দিয়েছে টি-টোয়েন্টি দলকে, হয়তো বা টি-টোয়েন্টি দল ওভাবে মেলে ধরতে পারেনি। আমি চাই রিয়াদ ওই চাপ থেকে বের হয়ে এসে খেলুক। ওর পারফরম্যান্স আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, ভবিষ্যতেও হতে পারে।’
মাহমুদউল্লাহর বাজে সময়কে উল্লেখ করে খালেদ মাহমুদ বলেন, ‘ক্যাপ্টেনরা যখন পারফর্ম করবে না, তার জন্য একটা চাপ হয়ে যায়, টিমের জন্যও। অনেক সময় অধিনায়ক ব্যর্থ হবে, খারাপ করবে এটা খেলার অংশ।’
এমপি/এমএমএ/