কোয়ারেন্টিনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা
এশিয়া কাপ অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা যুবাদের ম্যাচে আম্পায়ারের করোনা পজেটিভ আসাতে বাংলাদেশ দলকে কোয়ারেন্টিনে থাকতে হবে।
দলের সবাইকে হোটেলেই থাকতে বলা হয়েছে। এদিকে শারজাহতে দলের ম্যানেজার তালহা জুবায়ের সঙ্গে যোগাযোগ করা হলে ঢাকাপ্রকাশকে তিনি বলেন, ‘আম্পায়ার একজন ছিলেন উনার পজেটিভ আসছে। যখনই পজেটিভ আসছে সঙ্গে ম্যাচ স্থগিত করে দেয়া হয়। আমাদের দুই দলের খেলোযাড়দের মাঠ থেকে তুলে নিয়ে আসা হয়।'
তালহা জুবায়ের আরও বলেন, ‘আমাদের আজ আবার করোনা টেস্ট হবে। আমাদের কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। এখন আমাদের রুমেই থাকতে হবে। পরবর্তিতে কী হয় তার জন্য অপেক্ষা করতে হবে।’
উল্লেখ্য এর আগে দুই দলই ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল শারজাহতে এবং দুই দলই দুইটি করে ম্যাচ জিতেছিল। শারজাহতে আজ টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৩২.৪ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করার সময় খবর আসে ম্যাচে দায়িত্বপালনরত দুই আম্পায়ারের একজনের করোনা পজেটিভ এসেছে।
ম্যাচে আম্পায়ার ছিলেন আফগানিস্তানের আহমেদ শাহ পাকটিন ও সংযুক্ত আরব আমিরাতের আকবর আলী।
ম্যাচ স্থগিত হয়ে যাওয়াতে দুই দলের পয়েন্টই সমান হয়ে যায়। কিন্তু নেট রান রেটে বাংলাদেশ ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খেলবে ‘এ’ গ্রুপের রানার্সআপ ভারতের বিপক্ষে। অপরদিকে শ্রীলঙ্কা খেলবে পাকিস্তানের বিপক্ষে। দুইটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার।
এমপি/এমএমএ/