বসুন্ধরা ট্রফি চেয়েছিল এক ম্যাচ আগে, বাফুফের ‘না’
দুই ম্যাচ অবশিষ্ট থাকতেই এবারের প্রিমিয়ার বিভাগ ফুটবল লিগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ নিশ্চিত হয়ে গেছে। মোট ৫১ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস। তারা হয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন।
এদিকে ৪৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ আবাহনী লিমিটেড। এই দুই দল আগামীকাল বসুন্ধরা কিংসের হোম ভেন্যুতে মুখোমুখি হবে। এই ম্যাচেই ট্রফি প্রদানের জন্য বাফুফেকে চিঠি দিয়েছিল। পাশাপাশি আল্টিমেটামও দিয়েছিল যদি এই ম্যাচে না দেওয়া হয় পরবর্তী সময়ে তারা আর ট্রফি গ্রহণ করবে না। কিন্তু বসুন্ধরা কিংসের এই হুকিকে আমলে নেয়নি বাফুফে। তারা প্রথা মাফিক চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শেষ ম্যাচ পুরস্কার প্রদান করবে বলে বসুন্ধরা কিংসকে জানিয়ে দিয়েছে। সেই সঙ্গে ট্রফি গ্রহণ করারও আহ্বান জানিয়েছে।
বাফুফের নিয়ম হলো লিগ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শেষ ম্যাচে পুরস্কার ও মেডেল প্রদান করে থাকে। কিন্তু এবার দুই ম্যাচ অবশিষ্ট থাকতেই চ্যাম্পিয়ন ও রানার্সআপ নিশ্চিত হয়ে যায়। আর কাকতালীয়ভাবে দুই দলই মুখোমুখি হচ্ছে আগামীকাল চ্যাম্পিয়নদের হোম ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায়। তাই, এই সুযোগটি তারা কাজে লাগাতে চেয়েছিল। যাতে করে চ্যাম্পিয়ন হওয়ার বর্ণিল আনন্দে মেতে উঠতে পারে।
তারা চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছিল মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে সাইফ স্পোর্টিংকে ৩-১ গোলে হারিয়ে। সেখানেই করেছিল চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ। ঢাকা থেকে সব ধরনের প্রস্তুতিই নিয়ে গিয়েছিল তারা। কিন্তু নিজেদের হোম ভেন্যুতে উৎসবে রাঙিয়ে সেখানে পূর্ণতা চেয়েছিল। রানার্সআপ আবাহনী থাকাতে সেখানে বাড়তি আকর্ষণও ছিল। কিন্তু তাদের সেই আশা গুড়ে বালি।
বসুন্ধরা কিংসের চিঠির জবাবে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘বসুন্ধরা কিংস আমাদের চিঠি দিয়ে জানিয়েছিল এক ম্যাচে আগে তাদের ট্রফিটা দিতে। ২৫ জুলাই তাদের মাঠে আবাহনীর বিপক্ষে খেলা। তাদের চিঠি পাওয়ার পর আমরা তা নিয়ে আলোচনা করি। সেখানে সিন্ধান্ত হয়েছে আমরা তাদের আবেদন রাখতে পারছি না নীতিগত কারণে। গত কয়েক বছর থেকেই আমরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের শেষ ম্যাচ ট্রফি দিয়ে আসছি। এবারও তার ব্যতিক্রম হচেছ না। শেষ ম্যাচেই যে পুরস্কার দেওয়া হবে আমরা সেটা তাদের জানিয়ে দিয়েছি। রানার্সআপ আবাহনীকেও আমরা একই কথা অবগত করেছি।’ ২১তম রাউন্ডের খেলা শুরু হবে আগামীকাল থেকে।
এদিকে বাফুফের কাছ থেকে প্রত্যাখাত হওয়ার পর বসুন্ধরা কিংস এখন নিজেদের মাঠে পুরস্কার নিতে ভিন্ন পথ অবলম্বন করেছে। তাদের শেষ ম্যাচ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম শেখ জামালের হোম ভেন্যু। তারা আবেদন করেছে শেষ ম্যাচ বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলার জন্য।
এই চিঠির বিষয়ে বাফুফে এখনো কোনো সিন্ধান্ত গ্রহণ করেনি। তবে বাফুফের সাধারণ সম্পাদকের কথা মনে হয় এখানেও বসুন্ধরা কিংসের চাওয়া অপূর্ণই থেকে যাবে। কারণ, কোনো কারণে হোম ভেন্যুতে খেলা না হলে নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু শেখ জামাল প্রতিপক্ষের ভেন্যুতেই খেলতে চাচ্ছে! পেশাদার লিগ কমিটি এখনো শেষ রাউন্ডের খেলার সূচি চূড়ান্ত করেনি। বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা শেষ রাউন্ডের ফিকশ্চার নিয়ে কাজ করছি। সেখানে তাদের আবেদন নিয়ে আলোচনা করা হবে। সাধারণত শেষ রাউন্ডে হিসাব নিকাশ থাকে অনেক ।
কোনো দল যাতে বাড়তি সুবিধা না পায় কিংবা কোনো দল বঞ্চিত না হয় এজন্য আমরা চাচ্ছি শেষ রাউন্ডের খেলা একই সময়ে আয়োজনের। এতে একই দিন অনেকগুলো ম্যাচ হবে। এই কারণে আমাদের শেষ রাউন্ডের ফিকশ্চার দিতে সময় লাগছে।’ রানার্সআপ আবাহনী তাদের শেষ ম্যাচ খেলবে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে। প্রতিপক্ষ উত্তরা বারিধারা ক্লাব।
এমপি/এমএমএ/