সোহানের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে: সাকিব
হঠাৎ করেই বাংলাদেশের ক্রিকেটে ব্যাপক পালাবদল। পঞ্চপাণ্ডবের যে ছায়ায় বাংলাদেশের ক্রিকেটে গত দেড় দশত ধরে এগিয়ে চলছে, সেখানে টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে পরিবর্তনের শুরু। পঞ্চপাণ্ডবের একজনও নেই দলে। তবে সেটা স্থায়ীভাবে নয়। আপাতত জিম্বাবুয়ে সফরে ড্রেস রিহার্সেল। মাশরাফি-তামিম অবসরে। সাকিব ছুটিতে। আর নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমকে পাঠানো হয়েছে বিশ্রামে! এমনও হতে পারে জিম্বাবুয়ে সফরের পর আবার টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব ফিরে যেতে পারে পঞ্চাপণ্ডবের একজন সাকিবের হাতে। যার হাতে এখন টেস্ট নেতৃত্ব। সাকিব সেই নেতৃত্ব নেবেন কি না তা পরের বিষয়, আপাতত তিনি সোহানকে টি-টোয়ন্টি ক্রিকেটের যোগ্য সেনাপতি বলেই মনে করছেন। চট্টগ্রামে তিনি এক অনুষ্ঠানে বলেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য এবং বিসিবি মনে করেছে ও ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।’
টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা কতটুকু- এ রকম কোনো ভাবনা আপাতত তার নেই। তার সমস্ত ভাবনা এখন টেস্ট ক্রিকেটে নিয়ে। তিনি বলেন, ‘টেস্টে আমাদের ভালো করার জন্য সময় লাগবে। ট্র্যানজেকশন একটা সময়ের মধ্য দিয়ে দল যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমাদের একটু সময় লাগবে।’
এমপি/এসএন