নারী ক্রিকেটারদের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প শুরু
সাকিব-তামিমরা যখন একের পর এক ম্যাচ খেলে দম ফেলার ফুরসত পাচ্ছেন না, তখন সালমা-জাহানারারা অনেকটা অলস সময়ই পার করছেন। নেই কোনো ম্যাচ। সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মার্চ-এপ্রিলে নারী বিশ্বকাপে। পরে জাহানারা-রুমানা-সালমা-সুপ্তা দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলেছিলেন। এরপর প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলেন। এ লিগ শেষ হওয়ার পর আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। তাদের আড়মোড় ভাঙতে বিসিবি ২৮ নারী ক্রিকেটারকে নিয়ে আজ থেকে শুরু করেছে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্প। সকাল ৯টায় শুরু হয় এ ক্যাম্প। চলবে ৯ আগস্ট পর্যন্ত।
দলে ডাক পাওয়া ২৮ নারী ক্রিকেটার: মুর্শিদা খাতুন হ্যাপি, শামীমা সুলতানা, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, লতা মন্ডল, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মোস্তারি, সুরাইয়া আজমীম, শারমিন আক্তার সুপ্তা, জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, রুবাইয়া হায়দার ঝিলিক, রাবেয়া, পূজা চক্রবর্তী, দিশা বিশ্বাস, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, সোহেলী আক্তার, ফাতেমা জাহান সোনিয়া, খাদিজা-তুল কুবরা, শারমিন সুলতানা ও শায়লা শারমিন।
এমপি/এসএন