পাঁচ উইকেট নিয়েও ওয়ানডে র্যাঙ্কিংয়ে তাইজুলের অবনতি!
গত ১৬ জুলাই উইন্ডিজকে শেষ ম্যাচ ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ হোয়াইটওয়াশ করে। উইন্ডিজের ১৭৮ রান তাড়া করতে গিয়ে একমাত্র হাফ সেঞ্চুরি এসেছিল লিটনের ব্যাট থেকে। পাক্কা ৫০ রান করে তিনি আউট হয়েছিলেন। যা ছিল তার ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি। এই হাফ সেঞ্চুরিতেই লিটনের ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি ঘটেছে।
তিনি অবস্থান করছেন ত্রিশতম স্থানে। পেছনে ফেলে দিয়েছেন মাত্রই ওয়ানডে ক্রিকেটবেক বিদায় জানানো বেন স্টোকসকে। কিন্তু সেই ম্যাচেই তাইজুল ইসলাম ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন। কিন্তু তার কোনো উন্নতি হয়নি। বরং এক ধাপ অবনতি হয়েছে। আইসিসি বুধবার (২০ জুলাই) সাপ্তাহিক র্যাঙ্কিং প্রকাশ করে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মাঝে সবার উপরে আছেন তামিম ইকবাল। তার অবস্থান ১৭তম। এরপর ১৯তম স্থানে আছেন মুশফিকুর রহিম। ২৯তম আছেন সাকিব আল হাসান। র্যাঙ্কিংয়ে সবার উপরে আছেন পাকিস্তানের বাবর আজম ও ইমাম-উল-হক।
সবচেয়ে অবাক করার বিষয় ছিল তাইজুল ইসলামের অবনমন। উইন্ডিজের বিপক্ষে শেষ একদিনের ম্যাচে তিনি ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন। কিন্তু তার অবস্থানের কোনো উন্নতিতো ঘটেইনি, এক ধাপ অবনতি ঘটেছে। তিনি অবস্থান করছেন ৮১তম স্থানে। এ ছাড়া বোলিংয়ে বাংলাদেশের বোলাররা নিজেদের আগের স্ব স্ব অবস্থান ধরে রেখেছেন।
মেহেদি হাসান মিরাজ ছয়ে, সাকিব আল হাসান ১৩তম ও মোস্তাফিজুর রহমান ১৪তম স্থানে। তাসকিন আহমেদ আছেন ৪০তম, মোহাম্মদ সাইফউদ্দিন ৬৮তম স্থানেই আছেন। তবে শীর্ষ স্থানে পরিবর্তন এসেছে। ইংল্যান্ডের বিপক্ষে ৮ উইকেট নিয়ে গত সপ্তাহে সর্বা উঠে এসেছিলেন ভারতের যশপ্রীত বুমরা, এবার তিনি নেমে গেছেন দুইয়ে। সবার উপ্ের উঠে এসেছেন নিউ জিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান তার শীর্ষ স্থান ধরে রেখেছেন। দুইয়ে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।
এমপি/এমএমএ/