শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের উত্থান
আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ের উপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে। স্থির থাকতে পারছে না দলগুলোর অবস্থান। এইতো গত সপ্তাহে গল টেস্টে অস্ট্রেলিয়াকে ইনিংস ও ৩৯ রানে হারিয়ে র্যাঙ্কিং উথাল-পাতাল করে তুলে শ্রীলঙ্কা। নিজেদের উন্নতি ঘটায় তিন ধাপ।
শীর্ষ হারিয়েছিল অস্ট্রেলিয়া। উপরে উঠে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়া নেমে এসেছিল দুইয়ে। আর তিন ধাপ উন্নতি নিয়ে শ্রীলঙ্কা অবস্থান করছিল তিনে। তাদের পেছনে পড়ে থাকে ভারত,পাকিস্তান উইন্ডিজ। যে গল টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে শ্রীলঙ্কা এমন ঝড় তৈরি করেছিল, এক সপ্তাহ পর সেই গলেতেই নিজেরা এবার ধরাশায়ী হয় পাকিস্তানের কাছে ৪ উইকেট। এবার হেরে গিয়েও র্যাঙ্কিংয়ে উত্থান-পতনের ঢেউ আছড়ে পড়েছে। শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার অবস্থানের কোনো হেরফের না হলেও শ্রীলঙ্কা নিজেদের অবস্থান হারিয়ে ফিরে আগে আগের অবস্থান ছয়ে। এক ধাপ করে উপরে উঠে এসেছে পাকিস্তানম, ভারত ও উইন্ডিজ।
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া এ সময়ে কোনো টেস্ট ম্যাচ না খেলাতে তাদের অবস্থান ও পয়েন্টের কোনো হেরফের হয়নি। শতকরা ৭১ দশিমক ৪৩ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা প্রথম ও ৭০.০০ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া দুইয়ে আছে। শ্রীলঙ্কাকে হারানোর আগে পাকিস্তানের শতকরা পয়েন্ট ছিল ৫২.৩৮। শ্রীলঙ্কাকে হারিয়ে এখন তাদের শতকরা পয়েন্ট ৫৮.৩৩। তার ৮ ম্যাচ খেলে চারটিতে জয় পেয়ে পয়েন্ট পেয়েছে ৫৬।
পাকিস্তানের কাছে হারের আগে শ্রীলঙ্কার শতকরা পয়েন্ট ছিল ৫৪ দশমিক ১৭। এখন হেরে গিয়ে তাদের পয়েন্ট হয়েছে ৪৮ দশমিক ১৫। ভারত ( ৫২.০৮) ও উইন্ডিজ (৫০.০০) আগের শতকরা পয়েন্ট নিয়ে আছে চার ও পাঁচে। ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও বাংলাদেশ কেনো টেস্ট না খেলাতে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। শতকরা ৩৩ দশমিক ৩৩ পয়েন্ট নিয়ে সাতে আছে ইংল্যান্ড। আটে থাকা নিউ জিল্যান্ডের পয়েন্ট ২৫ দশমিক ৯৩। সবার নিচে থাকা বাংলাদেশের পয়েন্ট ১৩ দশমিক ৩৩।
এমপি/এমএমএ/