সব হারিয়ে আবাহনীর গোল উৎসব
দুই ম্যাচ হাতে রেখেই বসুন্ধরা কিংস সোমবার (১৮ জুলাই) তাদের শিরোপা নিশ্চিত করে। যা ছিল আবার অভিষেকেই তাদের হ্যাটট্রিক শিরোপা। এটি ঘরোয়া ফুটবলে নতুন ইতিহাসও। সাইফ স্পোর্টিংকে ২-০ গোলে হারিয়ে বসুন্ধরা কিংসের এই ইতিহাস সৃষ্টিতে ‘যদি’ নির্ভর নিভু নিভু করে জ্বলতে থাকা আবাহনীর শিরোপা জেতার শেষ আশাও নিভে যায়। এরপরই যেন আবাহনী জ্বলে উঠে।
মঙ্গলবার (১৯ জুলাই) শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে গোল বন্যায় ভাসিয়ে দিয়ে তারাও দুই ম্যাচ হাতে রেখে রানার্সআপ নিশ্চিত করেছে। আবাহনী জিতেছে ৫-০ গোলে। ২০ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৪৪। লিগ চাম্পিয়ন ও রানার্সআপ নিশ্চিত হলেও তৃতীয় স্থান নিশ্চিত হয়নি। কারণ এই দুই দলের কাছেই হেরেছে সাইফ স্পোর্টিং ও শেখ জামাল। দুই দলের পয়েন্টই ৩৪ করে। শেষ দুই ম্যাচে এই জায়গার বিভাজন তৈরি হবে।
কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথমার্ধে আবাহনী ৩-০ গোলে এগিয়ে ছিল। আবাহনীর হয়ে গোলের সূচনা করেন ৬ মিনিটে ইমন মাহমুদ। ৩৯ মিনিটে দ্বিতীয় গোল করেন রাফায়েল। ৪৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন কলিন্দ্রেস। ৭৭ ও ৮২ মিনিটে নাবীব নেওয়াজ জীবনের জোড়া গোলে শেখ জামালকে লজ্জায় ডুবায় আবাহনী।
এমপি/এসজি/