আম্পায়ারিং নিয়ে বিসিবি সভাপতির প্রশ্নবিদ্ধ চ্যালেঞ্জ!
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয় সিসিডিএমের আওতাধীন চারটি ক্রিকেট লিগে। এর মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে এটি মহামারি আকার ধারন করে। আম্পায়ারের সিন্ধান্ত প্রতিবাদ করতে গিয়ে সুজন নামে এক ক্রিকেটার ইচ্ছেকৃতভাবে একের পর এক ওয়াইড বল করেছিলেন। এরজন্য তাকে শাস্তিও পেতে হয়েছিল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের তুলনায় প্রিমিয়ার বিভাগে কম হয়ে থাকে। কিন্তু বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন উল্টো চ্যালেঞ্জে দিয়ে জানিয়েছেন প্রিমিয়ার বিভাগে আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ নেই। তাকলে জানাতে বলেছেন।
আবাহনীর বিপক্ষে মোহামেডানের খেলায় বাজে আম্পারিংয়ের প্রতিবাদ গিয়ে সাকিবের স্ট্যাম্পে লাথি মারা, কিংবা তারও আগে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে আবাহনীর তামিম ইকবালের প্রতিবাদ ছিল নজরে পড়ার মতো। এই দুই ক্রিকেটারই শাস্তি পেয়েছিলেন। সাকিব তিন ম্যাচ ও তামিম ইকবাল এক ম্যাচে নিষিদ্ধ হয়েছিলেন। কিন্তু আজকের বিসিবির এজিএম শেষে সাংবাদিক সম্মেলনে প্রিমিয়ার বিভাগ ক্রিকেটের সুপার লিগের ছয়টি ক্লাবের দুইজন করে কাউন্সিলারশিপ কমিয়ে একজন করার সিন্ধান্ত ভুল ছিল এবং এতে করে এর প্রভাব মাঠে পড়ে? এরকম এক প্রশ্নের জবাবে বিসিবর সভাপতি আম্পায়ারিং নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। তিনি বলেন, ‘প্রিমিয়ার ডিভিশনে আম্পায়ারিং নিয়ে কখনও সমস্যা হয়েছে বলে আমার জানা নেই। আমি আপনাদেরকে বলছি আমাদের সব রেকর্ড করা আছে, আমরা প্রিমিয়ার ডিভিশনে আগের থেকে শুরু করেছিলাম, রেকর্ড করা আছে। মূল সমস্যা যেটা হচ্ছিল আমরা শুনছিলাম, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ও তৃতীয় বিভাগে, ওই জায়গাটায় আমাদের কাছে বেশি অভিযোগ আসতো। তারপর প্রথম বিভাগে সব রেকর্ড করা হচ্ছে, এখন আমরা সবগুলোই করছি। যখন থেকে রেকর্ড করছি তখন থেকে অভিযোগ আসছে না।’
বিসিবি সভাপতি জানান টকশোতে ঢালাওভাবে অভিযোগ করা হয়। কিন্তু নির্দিষ্ট করে কোনো ম্যাচের কথা উল্লেখ করা হয় না। এ রকম নির্দিষ্ট অভিযোগ থাকলে তিনি এক সঙ্গে বসে দেখার আমন্ত্রণও জানান। তিনি বলেন, ‘টকশোতে এসে ঢালাওভাবে বলে হচ্ছে। কোন খেলাটা বলেন। আমাদের কাছে রেকর্ড করা আছে, আমরা দেখবো। আপনাদের সবার সামনেই দেখবো। বসলেই তো দেখা যাবে কী হয়েছে। বিষয়টা হচ্ছে এখন রেকর্ড করা আছে, আমরা নিশ্চিত করতে পারি।’ এক সময় এ রকম অনেক অভিযোগ আসলেও এখন আর আসে না জানিয়ে তিনি বলেন, ‘আমরা চেক করে দেখতে পারি। আমাদের কাছে এখন অভিযোগ আসে না। শেষ বছর তো অভিযোগই আসেনি। অভিযোগ আগেও এসেছিল আমরা দেখেছি। এ রকম কিছু আমরা পাইনি।’
এমপি/