দুই ধাপে ফিরবে বাংলাদেশ দল, লন্ডন যাবেন তামিম
উইন্ডিজ সফর বাংলাদেশের অনেক আগেই চূড়ান্ত ছিল। সফর সূচিও চূড়ান্ত হয়েছে বেশ আগে। কিন্তু তারপরও বাংলাদেশ দলের সকল ক্রিকেটার একত্রে যেতে পারেননি। কয়েক ধাপে তারা উইন্ডিজ গিয়েছেন। এখনো ফিরছেনও একইভাবে। তবে যাওয়ার তুলনায় ফেরাটা হচ্ছে কম, দুই ধাপে।
আগামী ২০ ও ২১ জুলাই বাংলাদেশ দল ঢাকায় পা রাখবে। তবে এই ফেরার দলে থাকবেন তামিম ইকবাল। তিনি ছুটি কাটাতে চলে যাবেন লন্ডন। বাংলাদেশ দল ফিরবেও লন্ডন হয়ে। সেখানে কয়েকদিন ছুটি কাটিয়ে পরে তামিম দেশে ফিরবেন। তবে ফিরে আসার পর খুব একটা সময় পাবেন না দেশে থাকার।
জিম্বাবুয়েতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলার জন্য দেশ ছাড়তে হবে ২৭ জুলাই। সিরিজ শুরু হবে ৩০ জুলাই ওয়ানডে সিরিজ দিয়ে । এদিকে তামিমের মতো দলের দলের বিদেশি কোচিং স্টাফরাও না ফিরে চলে যাবেন নিজ নিজ পরিবারের সঙ্গে।
ছুটি কাটিয়ে যে যার মতো করে জিম্বাবুয়েতে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড যাবেন দক্ষিণ আফ্রিকাতে। ব্যাটিং কোচ জিমি সিডন্সের ঠিকানা অস্ট্রেলিয়া।
উইন্ডিজে এবারের সফরে বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ ভালো করতে না পাররেও ওয়ানেড সিরিজে ছিল দুর্দান্ত। সাকিবের নেতৃত্বে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর মাহমুদউল্লাহর নেতৃত্বে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল ২-০ ব্যবধানে। বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত না হলে সেই ম্যাচও বাংলাদেশ হারত। পরে তামিম ইকবালের নেতৃত্বে বাংলাদেশ একদিনের সিরিজে উইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল।
এমপি/এমএমএ/