আজ জিতলেই বসুন্ধরা কিংস হ্যাটট্রিক চ্যাম্পিয়ন
বাংলাদেশ প্রিমিয়ার বিভাগ ফুটবল লিগের এবারের মৌসুম শেষ হতে এখনো এক একটি ক্লাবের তিনটি করে খেলা বাকি আছে। কিন্তু আজকের ম্যাচ বসুন্ধরা কিংস জিতলেই বাকি সব ম্যাচ অর্থহীন আর নিয়ম রক্ষায় পরিণত হবে। আজ তাদের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। খেলা হবে সাইফ স্পোর্টিং ক্লাবের হোম ভেন্যু মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ১৯ ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের পয়েন্ট ৪৮। এই ম্যাচ জিতলে তারা অন্য সব দলের ধরা-ছোঁয়ার বাইরে চলে যাবে। তখন তাদের পয়েন্ট হবে ৫১। হবে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আবাহনীর পয়েন্ট সমান ম্যাচে ৪১। আবাহনীরও খেলা বাকি তিনটি। সব ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৫০। তাই আজকের ম্যাচ জিততে পারলে পরের দুই ম্যাচে তারা হারলেও অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
প্রতিপক্ষ হিসেবে সাইফ স্পোর্টিং ক্লাবও অনেক শক্তিশালী। তারা আছে পয়েন্ট টেবিলের তিনে। তাদের পয়েন্ট ৩৩। তাই প্রতিপক্ষ বিবেচনায় কোনো কারণে আজ যদি বসুন্ধরা কিংস শিরোপা নিশ্চিত করতে না পারে তখন তাদের অপেক্ষা বাড়বে। আবার আজ যদি তারা পয়েন্ট হারায় আবার আবাহনীও পয়েন্ট হারায় তখন মাঠের বাইরে থেকেই বসুন্ধরা কিংস হ্যাটট্রিক শিরোপা জিতে যাবে।
ঢাকার ফুটবল ইতিহাসে হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড আছে ঐতিহ্যবাহী আবাহনী ও মোহামেডানের। আবাহনী ১৯৮৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল। এর পরের তিনবার টানা চ্যাম্পিয়ন হয়েছিল মোহামেডান। প্রথম বিভাগ ফুটবল লিগ থেকে প্রিমিয়ার লিগ ফুটবল লিগ নাম পরিবর্তন করে পরে ২০০৭ সাল থেকে হয়েছে পেশাদার লিগ। এই নামকরণের পরও আবাহনী প্রথম তিন আসরেই চ্যাম্পিয়ন হয়ে আরেকবার হ্যাটট্রিক শিরোপা জিতেছিল। এবার সেখানে ভাগ বসানোর অপেক্ষায় বসুন্ধরা কিংস।
যে বসুন্ধরা দুই ম্যাচ হাতে রেখেই শিরোপা জেতার দ্বারপ্রান্তে, সেই বসুন্ধরা লিগ শুরু করেছিল নবাগত স্বাধীনতা সংঘের কাছে ২-১ গোলে হেরে। এরপর তারা ঘুরে দাঁড়ায়। একের পর এক ম্যাচ জিতে উঠে আসে পয়েন্ট টেবিলের শীর্ষে। যেখান থেকে পরে তাদের আর কেউ নামাতে পারেনি।
এমপি/এসএন