আশা জাগিয়েও শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশের ছেলেরা
আশা জাগিয়েও শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হার মেনেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের ছেলেদের আসরে প্রথম দুই ম্যাচ জেতার পর স্বাগতিকদের এটি ছিল প্রথম হার।
রবিবার (২৬ ডিসেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম সেটে ২৫-১৭ পয়েন্টে জয়ী হয় বাংলাদেশের ছেলেরা। দ্বিতীয় সেটে তুমুল লড়াই করে হার মানে ২৬-২৪ পয়েন্টে। খেলায় সমতা আনার পর লঙ্কানদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ২৫-১৮ ও ২৫-২১ পয়েন্ট জয়ী হয় তারা।
নেপালকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকেও হারিয়েছিল ৩-০ সেটে।
প্রথম সেট জয়ের পরও ম্যাচ জিততে না পারার কারণ হিসেবে অধিনায়ক হরষিত বলেন, ‘আমি চোট নিয়ে খেলেছি। পুরোপুরি ফিট ছিলাম না। কিন্তু দলের প্রয়োজনে চোট নিয়েই খেলতে হয়েছে। আজকে ম্যাচটা জিততে পারলে আমাদের ফাইনাল নিশ্চিত হতো কিন্তু হেরেছি বলে কালকের ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে।’
আগামীকাল সন্ধ্যা ছয়টায় উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে হারের ভুল-ত্রুটি শুধরে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমে জয় নিয়ে মাঠ ছাড়তে চান বলে জানান অধিনায়ক। তিনি বলেন, ‘আজকের
ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি। কিছু ভুল-ত্রুটি হয়েছে। সেগুলো শুধরে নিয়ে উজবেকিস্তানের বিপক্ষে আশা করি ভালো করতে পারব। প্রথম সেটে আমরা খুবই ভালো খেলেছি। দ্বিতীয় সেটেও দারুণ খেলছিলাম কিন্তু আমাদের কিছু ভুলের কারণে প্রতিদ্বন্দ্বিতা করেও হারতে হয়েছে।’
এমপি/এসআইএইচ