আইপিএল থেকে এখনই অবসর নিচ্ছেন না ধোনি
জাতীয় দল থেকে অবসর নিলেও ক্রিকেট থেকে অবসর নেননি তিনি। তার সমবয়সী অনেকেই খেলা থেকে অবসর নিয়েছেন। তবে ৪১ বছর বয়সেও খেলে যাচ্ছেন ভারতের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
চলতি আইপিএলেও খেলছেন ধোনি। দলের শেষ ম্যাচে জানালেন, এখনই অবসর নয়, খেলবেন আগামী আইপিএলেও। এমনকি পরের আইপিএলেও খেলবেন, এমন আভাসও দিয়ে রাখলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।
তিনি বলেন, ‘অবশ্যই আমি আগামী বছর খেলব। চেন্নাইয়ের হয়ে না খেলাটা অন্যায় হবে। চেন্নাইয়ের ভক্তদের জন্যও বিষয়টা সুখকর হবে না। ২০২৩ আইপিএলই আমার শেষ আইপিএল হবে কি না, সেটাও দেখতে হবে আমাদের।’
ভারতে করোনা যদি আবারও মহামারির আকার ধারণ না করে তাহলে আগামী বছর আইপিএল ফিরবে জমজমাটভাবে, পুরোনো রূপে। সেই আইপিএলে খেলা হবে হোম আর অ্যাওয়ে ভিত্তিতে। ধোনি সেই ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ ভিত্তিতে আইপিএলে খেলতে চান বলেন আভাস দিয়েছেন। তিনি বললেন, ‘আশা করি পরের বছর সুযোগ আসবে যেখানে দলগুলো নিয়মিত ভ্রমণ করবে। আর তাই ভিন্ন ভিন্ন ভেন্যুতে দর্শকদের ধন্যবাদ বলার সুযোগ আসবে। সেটা আমার শেষ আইপিএল হবে কি না, সেটা একটা বড় প্রশ্ন কারণ দুই বছরে কী ঘটবে তা আমরা জানি না আদৌ। তবে হ্যাঁ, আগামী বছর আরও শক্তিশালী হয়ে ফেরার জন্য আমি প্রাণপণ চেষ্টা করব।’
শুক্রবার রাজস্থানের বিপক্ষে ম্যাচে টসের সময় ধোনিকে জিজ্ঞেস করা হয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি লিগ থেকে অবসরে যাচ্ছেন কি না। উত্তরে ধোনি বলেন, ‘অবশ্যই না।’
২০২০ সালের আইপিএলের সময়ই গুঞ্জন উঠেছিল তার অবসরের। তবে এরপরও তিনি খেলে গেছেন আরও দুটো আইপিএল।
শুধু ধোনিই যে চেন্নাইয়ে খেলতে চাইছেন, বিষয়টা এমন নয় মোটেও। তার দল চেন্নাই সুপার কিংসও চাইছে, ধোনি খেলে যান তাদের দলে। গেল অক্টোবরেই যেমন চেন্নাই সুপার কিংসের মালিক শ্রীনিবাসন বলেন, ‘চেন্নাই ছাড়া ধোনি থাকতে পারবে না, ধোনিকে ছাড়াও চেন্নাই খেলবে না।’
এসএন