ঢাকায় ফিরে দুই দিনের বিশ্রামে বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটাররা
ক্ষণিকের তরে বাংলাদেশের আকাশে জয়ের আলো ছড়িয়ে পড়ে চট্টগ্রাম টেস্টে হয়েছে নিষ্প্রাণ ড্র। টেস্ট ড্র করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই দলই চার পয়েন্ট করে পেয়েছে। সাত ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১৬, পাঁচ ম্যাচে লঙ্কানদের পয়েন্ট ২৮। দুই টেস্টের সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ঢাকায় ২৩ মে।
বৃহস্পতিবার খেলা শেষে দুই দলই আজ সকাল সাড়ে ১০টার ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরেছে। হযরত শহাজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে দুই দলই সোজা হোটেলে গিয়ে উঠে। আজ দুই দলেরই নেই কোনো অনুশীলন। আগামী কাল দুই দলের অনুশীলনের পূর্ব সূচি ছিল। কিন্তু দুই দলই তা বাতিল করেছে। ফলে আগামীকালও দুই দলের ক্রিকেটাররা বিশ্রামে থাকবেন। চট্টগ্রাম টেস্ট ড্র হওয়াতে ঢাকা টেস্টেই সিরিজের ফয়সালা হবে। আবার এই টেস্টেও ড্র হতে পারে।
চট্টগ্রাম টেস্টে পাঁচ দিন ১৫ শেসনে ছিল না কোনো উত্তেজনা। এক ঘেয়েমি, ম্যাড়ম্যাড়ে হয়ে শেষ হয়েছে টেস্ট। এমন টেস্ট দেখার জন্য চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দর্শক উপস্থিতিও ছিল খুবই নগন্য। ব্যাটিংবান্ধব পিচ হলেও দুই দলই রান উৎসবে মেতে উঠতে পারেনি। দুই দলেরই রান সংগ্রহ ছিল ওভার প্রতি তিনের নিচে। তবে ব্যক্তিগত কিছু অর্জন ছিল দুই দলের কয়েকজন ক্রিকেটারের। সেখানে আবার এগিয়ে বাংলাদেশের ক্রিকেটাররা। তামিম ইকবাল (১৩৩) ও মুশফিকুর রহিম (১০৫) সেঞ্চুরি তুলে নেন। মুশফিকুর রহিম আবার বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইলফলকও র্স্পশ করেন। লিটন দাস (৮৮) ও মাহমুদুল হাসান জয় (৫৮) হাফ সেঞ্চুরি করেন। তবে সবচেয়ে নজরকাড়া ছিল মেহেদি হাসান মিরাজের ইনজুরিতে দলে সুযোগ পেয়ে ১৫ মাস পর খেলতে নেমে অফ স্পিনার নাঈম হাসানের ক্যারিয়ারের সেরা বোলিং। ১০৫ রান দিয়ে তিনি ছয় উইকেট তুলে নেন। লঙ্কানদের হয়ে একমাত্র অর্জন ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ রানের ইনিংস। ম্যাচ সেরাও হন তিনি।
এমপি/এসএন