ফিকে হয়ে আসছে বাংলাদেশের জয়ের আশা
মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশের শিবিরে আশার পালে যে হাওয়া লেগেছিল, জয়ের যে স্বপ্ন দেখতে শুরু করেছিল, চা বিরতিতে তা ক্রমেই ফিকে হয়ে আসছে। গোধুলি লগ্ন আসার অনেক আগেই তাই সাগরিকায় সন্ধ্যা নেমে আসছে? দ্বিতীয় সেশনে লঙ্কানদের উইকেট পড়েছে মাত্র দুইটি। রান যোগ করেছে ৭৭। তাদের মোট সংগ্রহ ছয় উইকেটে ২০৫। বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে ১৩৭ রানে। খেলার বাকি আছে এখনো এক সেশন। লঙ্কানদের অলআউট করতে না পারার কারণে শেষ সেশনে তারা আরও রান যোগ করবে। বাড়বে লিড। কমে আসবে খেলা শেষ হওয়ার সময়। তাই ম্যাচের ভভিষ্যৎ ফলাফল ড্রয়ের দিকেই যাচ্ছে। ডিকাভেলা ৩২ ও চান্দিমাল ১৪ রান নিয়ে শেষ সেশনে ব্যাট করতে নামবেন।
চট্টগ্রাম টেস্ট জয়ের যেটুকু স্বপ্ন বাংলাদেশ দেখছিল তা বাঁহাতি স্পিনার তাইজুলের কল্যাণেই। আগের দিন একটি রাউন্ডের সঙ্গে একটি উইকেট, বাংলাদেশ দলকে ম্যাচের ড্রাইভিং আসনে বসিয়ে দিয়েছিল। তারপর পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনে তার আরও দুই উইকেট বাংলাদেশের জয়ের ঝিলিক বেড়ে গিয়েছিল। করুনারত্নে উইকেটে ছেড়ে বের হয়ে খেলতে গিয়ে মিড উইকেটে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে তার অসাধারণ দৃষ্টি নন্দন এক ক্যাচ ধরেন মুমিনুল। আউট হওয়ার আগে তিনি ১৩২ বলে তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের ২৮তম ফিফটি। ১২ রানে জীবন পাওয়া ধনাঞ্জায়াকে ৩৩ রানে ফেরান সাকিব। তাকে পুল করতে গিয়ে মিড উইকেটে মুশফিকুর রহিমের হাত ধরা পড়েন। এ পর্যন্ত সব ঠিকই ছিল। ম্যাচে বাংলাদেশের সুস্পষ্ট প্রাধান্য ছিল। কিন্তু এরপরই ধীরে ধীরে খেলার নিয়ন্ত্রণ আলগা থাকে বাংলাদেশের। আর এই আলগা হওয়ার কাজটি সুনিপুণভাবে করে যান নিরোশান ডিকাভেলা ও দিনেশ চান্দিমাল তারা চা বিরতি পর্যন্ত নির্বিঘ্নে পার করে দেন ১৬.৪ ওভার খেলে ৪৪ রান যোগ করে।
এমপি/এসএন