প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে মুশফিকের পাঁচ হাজার রান
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচ হাজার রানের মাইল ফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিম। চতুর্থ দিন প্রথম সেশনে আশিসা ফার্নন্ডোর করা ইনিংসের ১২৩ নম্বর ওভারের দ্বিতীয় বল ফাইন লেগে খেলে ২ রান নিয়ে তিনি এ মাইলফলক র্স্পশ করেন। এ জন্য মুশফিককে খেলতে হয়েছে ৮১ টেস্টের ১৪৯ ইনিংস।
চট্টগ্রাম টেস্ট শুরু হওয়ার আগে মুশফিকুর রহিম ও তামিম ইকবাল দুইজনেই ছিলেন এ মাইল ফলকের কাছাকাছি। তবে তামিমের চেয়ে মুশফিকই ছিলেন বেশি কাছে। কারণ মুশফিকের প্রয়োজন ছিল ৭৮ রানের। তামিম ইকবালের ১৫২ রানের। কিন্তু তামিম ইকবাল সেঞ্চুরি করে আগেই সেই সম্ভাবনা তৈরি করেন। কিন্তু প্রচণ্ড গরমে তার মাসলপুল হলে তিনি চা বিরতির পর আর ব্যাট করতে নামেননি। ১৯ রান দূরে থাকতে তিনি ব্যক্তিগত ১৩৩ রানে রিটার্য়াড হার্ট করেন। তার নামের পাশে রান তখন ৪৯৮১। এদিকে মুশফিকুর রহিম ধীরে ধীরে ছুটেন সেই মাইল ফলকের দিকে। তৃতীয় দিন শেষ তিনি আবার তামিম ইকবালকে টপকে ১৫ রান দূরে থাকতে দিনের খেলা শেষ হয়ে যায়। তার নামের পাশে রান তখন ৪৯৮৫। বেড়ে যায় অপেক্ষা।
রাত পার হয়ে দিন আসলে চতুর্থ দিনের খেলাও শুরু হতে বিলম্ব হয় বৃষ্টির কারণে। এখানেও অপেক্ষার প্রহর বেড়ে যায়। প্রায় আধ ঘণ্টা বিলম্বে খেলা শুরু হলে মুশফিক অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যান।
এমপি/এসএন