শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল অলরেডরা
হারলেই এক মৌসুমে চারটি শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যেতো লিভারপুলের জন্য। তবে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে তা হতে দিল না অলরেডরা। শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে কারণ ম্যানচেস্টার সিটিকে।
দুই দলই সমান সংখ্যক ম্যাচ খেলেছে। ৩৭ ম্যাচ শেষে লিভারপুলের পয়েন্ট ৮৯ আর ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৯০।
মঙ্গলবার রাতে অনুষ্ঠিত এ ম্যাচের ১৩তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে যায় সাউদাম্পটন। সতীর্থের পাস ধরে বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়েন সাউদাম্পটনের নাথান রেডমন্ড। এরপর কয়েকজনের বাধা পেরিয়ে কিছুটা বাঁকানো উঁচু শটে গোল আদায় করে নেন তিনি।
তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেননি গোল ধরে রাখতে পারেনি রালফ হাসেনহাটলের শিষ্যরা। ২৭তম মিনিটে দলকে সমতায় ফেরান লিভারপুলের তাকোমি মিনামিনো।
এদিকে সমতায় ফেরার পর একের পর এক সুযোগ তৈরি করেন অল রেডরা। তবে প্রথমার্ধে ব্যবধান বড় করতে পারেননি জার্গেন ক্লপের দল।
দ্বিতীয়ার্ধের ৬৭তম সমতা ভাঙেন লিভারপুলের জোয়েল মাতিপ। তার গোলে এগিয়ে যায় অল রেডরা। এর আগেও জটার ও কুর্তিস জোনসের শট একটুর জন্য পোস্ট পায়নি।
খেলার বাকী সময়ে আর কোনও গোল না হলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল। আর এ জয়ের মধ্যে দিয়ে শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল তারা ।
এসআইএইচ