চতুর্থ দিনের খেলা চলছে, মুশফিক-লিটন জুটির সেঞ্চুরি
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টি হওয়ায় আধা ঘন্টা বিলম্বে খেলা শুরু হয়।
খেলা শুরু হওয়ার পর প্রথম সেশনেই আরেকটি শতরানের জুটি পায় বাংলাদেশ। মুশফিকুর রহিম ও লিটন কুমার দাসের চতুর্থ উইকেটের এই জুটি ২১৩ বলে সেঞ্চুরি স্পর্শ করে।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ৩৯৭ রানের জবাবে এরই মধ্যে ৩৫১ রান করে ফেলেছে টাইগাররা। সফরকারীদের সংগ্রহ টপকাতে বাংলাদেশের প্রয়োজন মাত্র ৪৬ রান।
এদিকে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয়বারের মতো টেস্ট সেঞ্চুরি করে ১৩৩ রানে অপরাজিত আছেন তামিম। তবে পানি শূন্যতার কারণে পেশিতে টান লেগে আহত হয়ে অবসর নেন তিনি। ফলে তৃতীয় দিনের শেষ সেশন পুরোটাই খেলেন মুশফিক ও লিটন। দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি।
প্রথম সেশনের খেলা চলবে সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। ৪০ মিনিটের লাঞ্চ বিরতির পর শুরু হবে দ্বিতীয় সেশন। এই সেশন চলবে ৩টা ১০ পর্যন্ত। ২০ মিনিটের চা-বিরতির পর শেষ সেশনের খেলা চলবে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত।
এসআইএইচ