টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্যাম্পে অ্যাডিলেডে, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের নাজুক অবস্থা। সর্বশেষ বিশ্বকাপে হয়েছিল ভরাডুবি। তার আগে প্রাথমিকপর্ব উতরে যেতে দিতে হয়েছিল কঠিন পথ পাড়ি। তবে সুখবর হলো আগামি অক্টোবর- নভেম্বরে অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলবে। প্রতিবারই ভালো করার প্রত্যয় নিয়ে যায়।
প্রাথমিকপর্ব উতরে মুল পর্বে গিয়ে প্রচন্ডভাবে হোচট খায়। এবার সরাসরি মূল পর্বে খেলার টিকিটচ পাওয়াতে ভালো কিছু করার প্রত্যয়টা আরো দৃঢ়ভাবে অন্তরে চেপে বসেছে। তাইতো আসর শুরু হওয়ার আগে নিউ জিল্যান্ডে খেলবে একটি ত্রিদেশীয় সিরিজ। তৃতীয় দল হতে পারে পাকিস্তান। তার আগে বিশ্বকাপের ক্যাম্প করবেক অ্যাডিলেডে। আজ চট্টগ্রামে সাংবাদিকদের এমনটিই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
অস্ট্রেলিয়ার কন্ডিশন বাংলাদেশের চেয়ে সম্পূর্ন বিপরীত। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেও অস্ট্রেরিয়াতে কন্ডিশনিং ক্যাম্প করেছিল বাংলাদেশ। আসরে ফলাফলও ভালো হয়েছিল। প্রথমবারের মতো খেলেছিল কোয়ার্টার ফাইনালও। এবারও তাই মাঠে আমার আগে কন্ডিশনকে জয় করতে চায় দল। অ্যাডিলেডে আবার আসরে বাংলাদেশের দুইটি খেলা আছে। একটি ভারত, অপরটি পাকিস্তানের বিপক্ষে। মোদ্দা কথা ভালো করার জন্য প্রস্তুতিতে কোনো রকম ফাঁকফোকর রাখতে চাচ্ছে না বিসিবি।
অ্যাডিলেডে বাংলাদেশ দলের ক্যাম্প হবে ১০ দিনের। ক্যাম্প চলাকালে বিগ ব্যাশের রেডব্যাকস দলের বিপক্ষে ম্যাচও খেলবে বাংলাদেশ দল।
জালাল ইউনুস বলেন, ‘আমরা বিশ্বকাপের বেশ আগেই অস্ট্রেলিয়াতে চলে যাব। অ্যাডিলেডে দশদিনের ক্যাম্পে অংশ নেব। ওখানে বিগব্যাশের দল রেডব্যাকসের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলব। এরপর আমরা চলে যাব নিউ জিল্যান্ডে। সেখানে ত্রিদেশীয় সিরিজের ম্যাচগুলো খেলব। সম্ভবত ক্রাইস্টচার্চে ম্যাচগুলো হবে।’
নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের খেলাগুলো হবে ডাবল লিগ পদ্ধতিতে। এক একটি দল চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে।
বিশ্বকাপে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। ভারত ও পাকিস্তান ছাড়া গ্রুপের দল হলো দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া প্রাথমিক পর্ব থেকে দুইটি দলে উঠে আসবে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২৪ অক্টোবর। প্রতিপক্ষ এখনো চুড়ান্ত হয়নি। প্রথামিকপর্ব থেকে উঠে আসা দলটি হবে প্রতিপক্ষ।
এমপি/এমএমএ/