ফাইনালে হেরে গেল জাহানারার ফ্যালকন
সেমিতে হেরে রুমানার বার্মি আর্মি আগেই বিদায় নিয়েছিল। আশা ছিল জাহানারার ফ্যালকনকে নিয়ে। কিন্তু তারাও পারেনি চ্যাম্পিয়ন হতে। ছয় দলের ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক মেয়েদের ফ্রাঞ্চাইজি আসরের পর্দা নেমেছে টর্নেডোজ দল চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে।
রবিবার রাতে দুবাই স্পোর্টিস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৮ উইকেটে হারিয়েছে জাহানারার দলকে। টস হেরে ব্যাট করতে নেমে জাহানারার দল ৪ উইকেটে করে ১৫১ রান। সেই রান তাড়া করতে নেমে টর্নেডোজ ওমেন ৫ বল ও ৮ উইটেকট হাতে রেখেই শিরোপা জিতে নেয়। ম্যাচ সেরা হয়েছেন ফ্যালকনের মারিজানি কপ।
টস হেরে ব্যাট করতে নেমে ফ্যালকন ওমেন শুরুতেই বিপর্যয়ে পড়ে। দুই ওপেনারসহ টপ অর্ডারের চার ব্যাটারই রান করতে ব্যর্থ হলে তারা চাপে পড়ে যায়। আসরের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান ওপেনার চামিরা আত্তাপাত্তু (৯) ও ডান্নি ওয়েটের (১১) সঙ্গে একে একে বিদায় নেন তির্থা শটিস (১৯) ও অধিনায়ক সুজি বেটিস (১১)। ফলে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯.৫ ওভারে চার উইকেটে মাত্র ৫৯। তারপরও সেখান থেকে তাদের লড়াই করার মতো সংগ্রহ এনে দেন দুই ব্যাটসম্যান মারিকো হিল ও মারিজানি কপ। এই দুই ব্যাটসম্যান পঞ্চম উইকেট জুটিতে ইনিংসের অবশিষ্ট ১০.১ ওভার খেলে ৯২ রান এনে দেন। মারিজানি কপ ৩৭ বলে দুই ছক্কা ও ছয় বাউন্ডারিতে ৬৭ ও মারিকো হিল ৩৪ বলে দুই চারে ৩০ রান করে অপরাজিত থাকেন। চান্দা সুত্তিরোয়াঙ ১৯ রানে নেন দুই উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটসম্যানদের দৃঢ়তায় একটিবারের জন্যও হারের শঙ্কায় পড়তে হয়নি টর্নেডোজের ব্যাটারদের। সেমি ফাইনালের মতো ফাইনালেও দুই ওপেনার সুফি ডিভাইন ও স্টেরি ক্যালিস দলকে শক্ত অবস্থানে নিয়ে যান ৯.২ ওভারে ৭৬ রান যোগ করে। সেমিতে তারা করেছিলেন ৯.৩ ওভারে ৭৩ রান। স্টেরি ক্যালিস ৪৪ রান করে আউট হলেও সুফি ডিভাইন হাফ সেঞ্চুরি করে ফিরে আসেন ৫১ রানে। এরপর জয়ের বাকি কাজ সারেন অধিনায়ক স্টিফেনি টেলর ও সুনে লুস। টেলর ৩৪ ও সুনে লুস ১৮ রানে অপরাজিত থাকেন।
বেশ কয়েকটি ম্যাচের পর ফাইনালে জাহানারা আলাম আবার বল হাতে এক প্রান্ত থেকে ইনিংসের সূচনা করে কোনো উইকেট না পেলেও বেশ ভালো বোলিং করেন। চার ওভারে ২৩ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। তার ১১ বলে ব্যাটসম্যানরা কোনো রানই নিতে পারেননি। তিনি একটি করে চার ও ছয় হজম করেন। ফাইনালে তিনি প্রথম সাত ওভারের মাঝেই তিন ওভার বোলিং করেন। তার ওভারগুলো ছিল ইনিংসের দ্বিতীয়, পঞ্চম ও সপ্তম। জাহানার তার প্রথম ওভারে তিনটি ডট বল দিয়ে বাকি তিন বলে তিন রান দেন। দ্বিতীয় ওভারে ছয় রান দেন। ডট বল ছিল দুইটি। তৃতীয় ওভারের প্রথম পাঁচ বলে তিনি চারটিই ডট বল করেন। কিন্তু শেষ বলে গিয়ে হজম করেন বাউন্ডারি। তিনি তার শেষ ওভার করেন ইনিংসের তেরতম ওভারে। এই ওভারেরর প্রথম পাঁচ বলে দুইটি ডট বল দিয়ে চার রান দেন। শেষ বলে হয় ছক্কা।
এদিকে ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে স্থান নির্ধারণী হাই স্কোরিং ম্যাচে রুমানা আহমেদের বার্মি আর্মিকে ছয় উইকেটে হারিয়ে তৃতীয় হয়েছে শাপিয়ার্স। টস জিতে ব্যাট করতে নেমে বার্মি আর্মি ডেন্দ্রা ডট্টিনের ৫৩ বলে নয় ছক্কা ও আট চারে ১১১ রানের ইনিংসের সুবাদে ছয় উইকেটে ১৮২ রান করে। অধিনায়ক লুরা করেন ৫১ রান। এই দুই জনে দ্বিতীয় উইকেট জুটিতে ১৩.১ ওভারে ১৩৯ রান যোগ করেন। রুমানা শেষ ওভারে ব্যাট করতে নেমে এক বল খেলে এক রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারে উইকেট পড়ে চারটি। একটি ছিল রান আউট। বাকি তিনটি নেন একলেসটন। বড় সংগ্রহ তাড়া করতে নেমে সুফি ডাঙ্কলির ৭৩ বলে তিন ছক্কা ও ১৮ চারে অপরাজিত ১২৩ রানের ইনিংসে ভর করে শাপিয়ার্স ৭ বল হাতে রেখে চার উইকেটে ১৮৩ রান করে। দলীয় এক রানে ওপেনার ফাতুমা কিবাসুকে হারানোর পর সুফি ও সারা ব্রেসি (৩০) দ্বিতীয় উইকেট জুটিতে ১৬ ওভারে ১৫৪ রান করে দলের জয়কে তরান্বিত করেন। রুমানা তিন ওভার বোলিং করে ২২ রান দিয়ে উইকেট শূন্য থাকেন। তার ডট বল ছিল পাঁচটি। বাউন্ডারি হজম করেন দুইটি।
এমপি/এসএন