লাঞ্চের আগে নাঈমের দুই উইকেট
১৫ মাস পর খেলতে নেমে অফ স্পিনার নাঈম হাসানের কল্যাণে বাংলাদেশ দল লাঞ্চের আগে সফরকারি শ্রীলঙ্কার দুই উইকেট তুলে নিতে পেরেছে। লাঞ্চের আগ পর্যন্ত সাফল্য বলতে ছিল এই দুইটিই। দুইটি উইকেটই ছিল দুই ওপেনার ফার্নান্ডো (৩৬) ও অধিনায়ক দিমুথ করুনারত্নের (৯)। আর শ্রীলঙ্কার সংগ্রহ ৭৩। ব্যাটিং স্বর্গ উইকেটে টস জিতে ব্যাট করার সিন্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। লাঞ্চের আগে শ্রীলঙ্কা ২৪ ওভার ব্যাটিং করে। এ সময় পর্যন্ত সাকিব আল হাসান বল হাতে তুলে নেননি।
ম্যাচের আড়ের দিনই বুঝা গিয়েছিল চট্টগ্রামের উইকেট ব্যাটিং বান্ধব হবে। যে কারণে টস জেতা দল আগে ব্যাটিং বেছে নেবে এটাই স্বাভাবিক। শ্রীলঙ্কা দলও তাই করেছে। টস হেরে গিয়ে বোলিং করতে নামা বাংলাদেশ দলের কাপ্তান মুমিনুলও টস জিতে ব্যাটিং নেয়ার আগ্রহের কথা জানিয়েছেন।
ব্যাটিং বান্ধব বলে দুই দলের একাদশেই ব্যাটসম্যানদের সংখ্যাধিক্য সাতজন করে। শ্রীলঙ্কা দলে বোলার চারজন হলেও বাংলাদেশ দলে কিন্তু চারজন বোলার নয়। সাকিবের কল্যাণে পাঁচজন। করোনা থেকে মুক্ত হয়েই তিনি খেলছেন এই টেস্ট। আবার এই করোনার কারণেই তিনি প্রথমে দলে থাকার পরও ছিটকে গিয়েছিলেন। চার টেস্ট পর দলে ফিরেছেন তিনি। আর নাঈম হাসানের ফেরা ছিল ১৫ মাস পর। ইনজুরি মুক্তি হয়ে শরিফুলও ফিরেছেন দুই টেস্টে পর। বাংলাদেশের সেরা একাদশ থেকে বাদ পড়েছেন মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের নায়ক এবাদত। বাদ পড়ার তালিকায় আছেন ব্যাটসম্যান ইয়াসির আলী রাব্বি। এ ছাড়া ইনজুরির কারণে দলেই নেই মেহেদি হাসান মিরাজ।
ব্যাটিং স্বর্গ উইকেট হলেও সেখানে কিন্তু লঙ্কানরা আধিপত্য বিস্তার করতে পারেননি। আসলে তাদের আধিপত্য বিস্তার করতে দেননি ঘরের ছেলে চট্টগ্রামের নাঈম হাসান। অধিনায়ক দিুমথ করুনারত্নেকে মাত্র ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বেশ বড় শিকারই করেন তিনি। এরপর ওসাদা ফার্নান্ডো ও কুশাল মেন্ডিস লম্বা ইনিংস গড়ার চেস্টায় লিপ্ত হন। কিন্তু এখানেও বাদ সাধেন নাঈম। এবার তিনি আঘাত হানেন আরেক ওপেনার ওসাদা ফার্নান্ডোর উপর। ৩৬ রানে তাকে উইকেটর পেছনে ক্যাচ ধরে ফিরিয়ে দেন লিটন দাস। কুশাল মেন্ডিস ৩৩ ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ৮ রান নিয়ে ব্যাট করতে নামবেন।
এসআইএইচ