দেশবাসীকে ভালো ফল উপহার দিতে চান করুনারত্নে
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে আগামীকাল চট্টগ্রামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা। চার ম্যাচে লঙ্কানদের পয়েন্ট ২৪। নিউ জিল্যান্ডকে হারিয়ে একমাত্র জয় পাওয়া বাংলাদেশের পয়েন্ট সমান ম্যাচে ১২।
যে পরিস্থিতি শ্রীলঙ্কা বাংলাদেশে খেলতে এসেছে তা এক কথায় অবিশ্বাস্য। শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি খুবই নাজুক। সরকার বিরোধী আন্দোলনে সাধারণ জনগণ ঘর ছেড়ে বের হয়ে এসেছেন। যেখানে জয়াসুরিয়া-রানাতু্ঙ্গার মতো ক্রিকেটাররাও ছিলেন।
খাবারের জন্য হাহাকার। উচ্চমূল্য। ঋণের ভারে জর্জরিত দেশ। সর্বত্রই অস্থিরতা। এ রকম পরিস্থিতিতে খেলাধুলার কথা চিন্তাই করা যায় না। অনুশীলন করার মতো পরিবেশ তো থাকতে হবে? কিন্তু সব ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করে শ্রীলঙ্কা ক্রিকেট দল যথাসময়েই বাংলাদেশে এসেছে এবং কাল শুরু হচ্ছে প্রথম টেস্টও।
লঙ্কানরা যখন দেশ ছেড়ে আসেন, তখন দেশটির প্রধানমন্ত্রী ছিলেন রাজাপাকশে। কিন্তু তারা আসার পর তিনি পদত্যাগ করেন। দায়িত্ব নেন নতুন প্রধানমন্ত্রী। যে কারণে যতোই টেস্ট খেলা হোক, সেখানে রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গটিই আসবেই। আজ যেমন চট্টগ্রামে সেই প্রসঙ্গটি এসেছিল অধিনায়ক করুনারত্নের দিকে। তিনি দিয়েছেন কুটনৈতিক জবাব। বলেন, ‘ তারা ভাবনায় শুধুই ক্রিকেট। এর বাইরে তারা আর কোনো কিছু নিয়ে ভাবছেন না। ‘ তারা দেশ ছেড়ে আসার পর গত কয়েকদিনের কথা মনে করিয়ে দিলে এর জবাবে তিনি বলেন, ‘দেশে কী হচ্ছে সবাই জানে। এখানে আমরা এসেছি ক্রিকেট খেলতে। এটাই আমাদের একমাত্র ভাবনার জায়গা। আমরা চেষ্টা করব দেশের মানুষকে ভালো একটা ফল উপহার দেওয়ার।’
এমপি/আরএ/