অস্ত্রোপচার ছাড়াই দেশে ফিরবেন তাসকিন
ভয় ছিল তাসকিনের অন্তরে। যদি অস্ত্রোপচার করা লাগে। তিনি মনে প্রাণে চাচ্ছিলেন যাতে করে অস্ত্রোপচার করা না লাগে। সে জন্য সবার কাছে দোয়াও চেয়েছিলেন।
শেষ পর্যন্ত তাসকিনের মনের ইচ্ছেই পূর্ণ হয়েছে। আপাতত তার কাঁধে অস্ত্রোপচার করা লাগবে না। তাই বলে যে একেবারেই লাগবে না তা কিন্তু নয়। ভবিষ্যতে হলে করা লাগতেও পারে। বুধবার (১২ মে) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
কাঁধে সমস্যা নিয়ে তাসকিন ইংল্যান্ড গিয়েছিলেন। সেখানে তার সঙ্গী হয়েছিলেন বিসিবি ডাক্তার দেবাশীষ চৌধুরী। এদিন বুধবার তাসকিনের তিনটি টেস্ট করানো হয়। যেখানে ছিল এমআরআই। তিনটি রিপোর্টই মোটামুটি ভালো আসে। শুধু কাঁধে হালকা সমস্যা ধরা পড়ে। যে কারণে তার আর আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না।
এখন তার চিকিৎসা চলবে রিহ্যাবের মাধ্যমে। আর দেওয়া হবে ইনজেকশন। তাসকিনের রিহ্যাব কোয়ায় হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা দেশে ফিরে এসে বিসিবির সঙ্গে আলাপ করে ঠিক করা হবে বলে জানিয়েছেন ডাক্তার দেবাশিষ চৌধুরী।
এমপি/এমএমএ/