ডি ব্রুইনার দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপার আরও কাছে ম্যান সিটি
উলভারহ্যাম্পটনকে ৫-১ গোলে হারাল ম্যানচেস্টার সিটি। এর মধ্যে একাই ৪ গোল করলেন ম্যান সিটির কেভিন ডি ব্রুইন। অপর গোলটি করেন রহিম স্টার্লিং। আর এই জয়ে শিরোপার আরও কাছে পৌঁছল ম্যান সিটি।
এর আগে রিয়াল মাদ্রিদের কাছে হারলেও নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ৫-০ গোলে জিতে তারা।
বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বের্নার্দো সিলভারের পাস থেকে আড়াআড়ি শটে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে নেন ডে ব্রুইন।
অবশ্য সমতায় ফিরতে বেশি সময় নেয়নি উলভসরা। ১১তম মিনিটে ডেনডোনকের গোলে স্কোরলাইন দাঁড়ায় ১-১। এরপর ডি ব্রুইনের তাণ্ডবে ম্যাচে ফিরতে পারেননি বরং বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
বিরতিতে যাওয়ার আগেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন ডে ব্রুইন। ১৬তম মিনিট ও ২৪তম মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই বেলজিয়ান তারকা। এর মধ্যে দিয়ে ম্যানচেস্টার সিটির ক্যারিয়ারে প্রথম তিন গোলের দেখা পান তিনি।
দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে চতুর্থবারের মতো উলভসদের জালে বল জড়িয়ে ব্যবধান আরও বড় করেন ডে ব্রুইন। এর ফলে দুই দলের মধ্যকার ব্যবধান দাঁড়ায় ৪-১। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে প্রতিপক্ষকে আরও হতাশায় ডুবান স্টার্লিং। ৮৪ মিনিটে ক্যানসেলোর শট রুখে দেন উলভারহ্যাম্পটন গোলকিপার। তবে এ প্রতিহত কাজে দেয়নি। কারণ ফিরতি বলে টোকা মেরে গোল পেয়ে যান স্টার্লিং। শেষ পর্যন্ত ৫-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে গার্দিওলার দল।
এ জয়ে ৩৬ ম্যাচ খেলে ৮৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান সংখ্যক ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে লিভারপুল। দুই দলের হাতেই দুটি করে ম্যাচ আছে। নিজেদের বাকি দুই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে পেপ গার্দিওলার শিষ্যরা।
এসআইএইচ