বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

৮ বছরে ৮৫ জন পাচ্ছেন জাতীয় ক্রীড়া পুরস্কার

ক্রিকেট দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। আর্ন্তজাতিক পরিমণ্ডলে সাফল্যও বেশি ক্রিকেটে। বিশ্বে এই একটি খেলাই বাংলাদেশ বিশ্বের অনেক সেরা দেশের সঙ্গে লড়াই করে। কখনো কখনো সমান তালে লড়ে যায়। অথচ ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৮৫ জন ক্রীড়াবিদ, কোচ, সংগঠককে পুরস্কার দিতে যাচ্ছে আগামীকাল বুধবার। সেখানে ক্রিকেট খুব বেশি অবহেলিত হয়েছে।

ফুটবল-হকিতে প্রায় প্রতি বছর এক বা একাধিক খেলোয়াড়, সংগঠক, কোচ পুরস্কার পেলেও ক্রিকেটে ২০১৭ ও ২০১৮ সালে ক্রিকেট থেকে কাউকে বিবেচনা করা হয়নি। আবার খেলোয়াড় হিসেবে শুধু দিপু রায় চৌধুরী (২০১৯) ও খালেদ মাহমুদ সুজনকে (২০১৩) পুরস্কার দেওয়া হচ্ছে। তবে ক্রিকেট সংগঠক হিসেবে বেশ কয়েকজন পুরস্কার পাচ্ছেন। আবার এমনও কেউ কেউ জাতীয় পুরস্কার পেতে যাচ্ছেন যাদের ক্রীড়াঙ্গনে পথচলা এক যুগও হয়নি।

আজ জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সংবাদ সম্মেলন করে গত ৮ বছরে ৮৫ জনের নাম ঘোষণা করেন। ২০১৩ সালের জন্য ১১ জন, ২০১৪ সালের জন্য ১০ জন, ২০১৫ সালের জন্য ১১ জন, ২০১৬ সালের জন্য ১৩ জন, ২০১৭ সালের জন্য ১১ জন, ২০১৮ সালের জন্য ১০ জন, ২০১৯ সালের জন্য ১১ জন এবং ২০২০ সালের জন্য ৮ জন। পুরস্কারপ্রাপ্ত সবাইকে আঠারো ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, এক লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেওয়া হবে। আগামীকাল সকাল ৯টায় ওসমানি স্মৃতি মিলনায়তনে পুরস্কার দেওয়া হবে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পুরস্কার পাচ্ছেন যারা

২০২০ সাল: আট জন

(১) বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামাল (মরণোত্তর), ক্যাটাগরি: খেলোয়াড় ও সংগঠক

(২) বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমান সিনহা (মরণোত্তর), ক্যাটাগরি: সংগঠক (ক্রিকেট)

(৩) নাজমুল আবেদীন (ফাহিম), ক্যাটাগরি: সংগঠক (ক্রিকেট কোচ)

(৪) মো. মহসীন, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৫) মো. মাহাবুবুল এহছান রানা, ক্যাটাগরি: খেলোয়াড় (হকি)

(৬) গ্রান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, ক্যাটাগরি: খেলোয়াড় (দাবা)

(৭) বেগম মোছা. নিলুফা ইয়াসমিন, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৮) আব্দুল কাদের স্বরণ, ক্যাটাগরি: খেলোয়াড় (ব্যাডমিন্টন-বুদ্ধি প্রতিবন্ধী)

২০১৯ সাল: ১১ জন

(৯) তানভীর মাজহার তান্না, ক্যাটাগরি: সংগঠক (ফুটবল)

(১০) মৃত অরুন চন্দ্র্র চাকমা, ক্যাটাগরি: সংগঠক (অ্যাথলেটিক্স) (মরণোত্তর)

(১১) লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মইনুল ইসলাম, ক্যাটাগরি: সংগঠক (আরচারি)

(১২) দিপু রায় চৌধুরী, ক্যাটাগরি: খেলোয়াড় (ক্রিকেট)

(১৩) কাজী নাবিল আহমেদ, ক্যাটাগরি: সংগঠক (ফুটবল)

(১৪) ইন্তেখাবুল হামিদ, ক্যাটাগরি: সংগঠক (শ্যুটিং)

(১৫) বেগম মাহফুজা রহমান তানিয়া, ক্যাটাগরিধ খেলোয়াড় (সাঁতার)

(১৬) বেগম ফারহানা সুলতানা (শীলা), ক্যাটাগরি: খেলোয়াড় (সাইক্লিং)

(১৭) টুটুল কুমার নাগ, ক্যাটাগরি: খেলোয়াড় (হকি)

(১৮) মাহবুবুর রব, ক্যাটাগরি: খেলোয়াড় (ব্যাডমিন্টন)

(১৯) বেগম সাদিয়া আক্তার উর্মি, ক্যাটাগরি: খেলোয়াড় (টেবিল টেনিস-বুদ্ধি প্রতিবন্ধী)

২০১৮ সাল: ১০ জন

(২০) ফরিদা আক্তার বেগম, ক্যাটাগরি: সংগঠক (অ্যাথলেটিক্স)

(২১) জ্যোৎস্না আফরোজ, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(২২) মো. রফিক উল্যা আখতার (মিলন), ক্যাটাগরি: সংগঠক (অ্যাথলেটিক্স)

(২৩) কাজী আনোয়ার হোসেন, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(২৪) মো. শওকত আলী খান (জাহাঙ্গীর), ক্যাটাগরি: সংগঠক (ফুটবল)

(২৫) মীর রবিউজ্জামান, ক্যাটাগরি: খেলোয়াড় (জিমন্যাস্টিকস)

(২৬) মোহাম্মদ আলমগীর আলম, ক্যাটাগরি: খেলোয়াড় (হকি)

(২৭) তৈয়েব হাসান সামছুজ্জামান, ক্যাটাগরি: সংগঠক (রেফারি)

(২৮) নিবেদিতা দাস, ক্যাটাগরি: খেলোয়াড় (সাঁতার)

(২৯) মাহমুদুল ইসলাম রানা, ক্যাটাগরি: সংগঠক (তায়কোয়ানডো)

২০১৭ সাল: ১১ জন

(৩০) শাহরিয়া সুলতানা, ক্যাটাগরি: খেলোয়াড় (ভারোত্তোলন)

(৩১) আওলাদ হোসেন, ক্যাটাগরি: সংগঠক (জুডো, কারাতে ও মার্শাল আর্ট)
(৩২) ওয়াসিফ আলী, ক্যাটাগরি: খেলোয়াড় (বাস্কেটবল)

(৩৩) শেখ বশির আহমেদ (মামুন), ক্যাটাগরি: সংগঠক (জিমন্যাস্টিক্স)

(৩৪) মো. সেলিম মিয়া, ক্যাটাগরি: খেলোয়াড় (সাঁতার)

(৩৫) হাজী মো. খোরশেদ আলম, ক্যাটাগরি: সংগঠক (রোইং)

(৩৬) আবু ইউসুফ, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৩৭) এ টি এম শামসুল আলম, ক্যাটাগরি: সংগঠক (টেবিল টেনিস)

(৩৮) রহিমা খানম যুথী, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৩৯) আসাদুজ্জামান কোহিনুর, ক্যাটাগরি: সংগঠক (হ্যান্ডবল)

(৪০) মো. মাহবুব হারুন, ক্যাটাগরি: খেলোয়াড় (হকি)

২০১৬ সাল: ১৩ জন

(৪১) মোহাম্মদ মনিরুজ্জামান, ক্যাটাগরি: খেলোয়াড় (সাঁতার)

(৪২) লে. কমান্ডার এ কে সরকার (অব.), ক্যাটাগরি: সংগঠক (বাস্কেটবল)

(৪৩) বেগম সুলতানা পারভীন লাভলী, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৪৪) বীর মুক্তিযোদ্ধা শামীম-আল-মামুন, ক্যাটাগরি: সংগঠক (ভলিবল)

(৪৫) আরিফ খান জয়, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৪৬) খন্দকার রকিবুল ইসলাম, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৪৭) মোহাম্মদ জালাল ইউনুস, ক্যাটাগরি: সংগঠক (ক্রিকেট)

(৪৮) মো.তোফাজ্জল হোসেন, ক্যাটাগরি: সংগঠক (অ্যাথলেটিক্স)

(৪৯) কাজল দত্ত, ক্যাটাগরি: খেলোয়াড় (ভরোত্তোলন)

(৫০) মো. তাবিউর রহমান পালোয়ান, ক্যাটাগরি: সংগঠক (কুস্তি)

(৫১) জেড. আলম, ক্যাটাগরি: সংগঠক (ফুটবল ) (মরণোত্তর)

(৫২) আবদুর রাজ্জাক (সোনা মিয়া), ক্যাটাগরি: খেলোয়াড় (হকি) (মরণোত্তর)

(৫৩) কাজী হাবিবুল বাশার, ক্যাটাগরি: খেলোয়াড়

২০১৫ সাল: ১১ জন

(৫৪) অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, ক্যাটাগরি: সংগঠক (ক্যারম)

(৫৫) মো.আহমেদুর রহমান, ক্যাটাগরি: খেলোয়াড় ও সংগঠক (জিমন্যাস্টিক্স)

(৫৬) আহমেদ সাজ্জাদুল আলম, ক্যাটাগরি: সংগঠক (ক্রিকেট)

(৫৭) খাজা রহমতউল্লাহ, ক্যাটাগরি: খেলোয়াড় (হকি) (মরণোত্তর)

(৫৮) মাহ্তাবুর রহমান বুলবুল, ক্যাটাগরি: খেলোয়াড় ও সংগঠক (বাস্কেটবল)

(৫৯) বেগম ফারহাদ জেসমীন লিটি, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৬০) বরুন বিকাশ দেওয়ান, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৬১) রেহানা জামান, ক্যাটাগরি: খেলোয়াড় (সাঁতার)

(৬২) মো. জুয়েল রানা, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৬৩) বেগম জেসমিন আক্তার, ক্যাটাগরি: খেলোয়াড় (ভারোত্তোলন, কারাতে ও তায়কোয়ানডো)

(৬৪) বেগম শিউলী আক্তার সাথী, ক্যাটাগরি: খেলোয়াড় (ব্যাডমিন্টন)

২০১৪ সাল: ১০ জন

(৬৫) শামসুল বারী, ক্যাটাগরি: খেলোয়াড় ও সংগঠক (হকি) (মরণোত্তর)

(৬৬) এনায়েত হোসেন সিরাজ, ক্যাটাগরি: সংগঠক (ক্রিকেট)

(৬৭) মো. ফজলুর রহমান বাবুল, ক্যাটাগরি: সংগঠক (ফুটবল)

(৬৮) সৈয়দ শাহেদ রেজা, ক্যাটাগরি: সংগঠক (হ্যান্ডবল)

(৬৯) মো. ইমতিয়াজ সুলতান জনি, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৭০) মোহাম্মদ এহসান নামিম, ক্যাটাগরি: খেলোয়াড় (হকি)

(৭১) বেগম কামরুন নেছা, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৭২) মো.সামছুল ইসলাম, ক্যাটাগরি: খেলোয়াড় (সাঁতার)

(৭৩) মিউরেল গোমেজ, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৭৪) মো. জোবায়েদুর রহমান রানা, ক্যাটাগরি: খেলোয়াড় (ব্যাডমিন্টন)

২০১৩ সালের জন্য নির্বাচিত ১১ জন

(৭৫) মুজাফ্ফর হোসেন পল্টু, ক্যাটাগরি: খেলোয়াড় ও সংগঠক (ক্রিকেট)

(৭৬) কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ক্যাটাগরি: সংগঠক (হ্যান্ডবল)

(৭৭) উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ, ক্যাটাগরি: সংগঠক (ভারোত্তোলন)

(৭৮) সামশুল হক চৌধুরী, ক্যাটাগরি: সংগঠক (ফুটবল)

(৭৯) বীর মুক্তিযোদ্ধা মো. শাহ্জাহান মিজি, ক্যাটাগরি: খেলোয়াড় (সাঁতার)

(৮০) রোকেয়া বেগম খুকী, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৮১) বেগম মুনিরা মোর্শেদ খান (হেলেন), ক্যাটাগরি: খেলোয়াড় (টেবিল টেনিস)

(৮২) মো. ইলিয়াস হোসেন, ক্যাটাগরি: খেলোয়াড় (ফুটবল)

(৮৩) বেগম জ্যোৎস্না আক্তার, ক্যাটাগরি: খেলোয়াড় (অ্যাথলেটিক্স)

(৮৪) ভোলা লাল চৌহান, ক্যাটাগরি: খেলোয়াড় (স্কোয়াশ)

(৮৫) খালেদ মাহমুদ সুজন, ক্যাটাগরি: খেলোয়াড় (ক্রিকেট)।

এমপি/আরএ/

Header Ad
Header Ad

শিবিরের গুপ্ত রাজনীতির কারণে অসংখ্য শিক্ষার্থী নির্যাতিত হয়েছে: ছাত্রদল সভাপতি

বক্তব্য রাখছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: সংগৃহীত

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, ছাত্রশিবিরকে আমরা দেখেছি তারা ছাত্রলীগের পদ নিয়েছে এবং হলে আরাম আয়েশে জীবনযাপন করেছে। তাদের গুপ্ত রাজনীতির কারণে অসংখ্য সাধারণ শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে। তাদের এই দায়-দায়িত্ব কে বহন করবে?

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবিরকে উদ্দেশ্যে করে ছাত্রদল সভাপতি বলেন, ‘আপনারা লক্ষ্য করবেন তাদের ক্যাম্পাস কমিটিগুলো হয় দুই-তিন-পাঁচ সদস্য বিশিষ্ট। এখন আমরা তাদের প্রশ্ন করতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী আপনাদের মাত্র ১৫ জন নেতাকর্মী? তিতুমীর কলেজে আপনাদের দুইজন নেতাকর্মী? কিন্তু তারা এর কোনো উত্তর দিতে পারবে না।’

তিনি বলেন, ‘আমাদের অভিজ্ঞতা বলে, তাদের সে ধরনের নৈতিক সৎ সাহস নেই। ছাত্রদলের মতো নৈতিক সৎ সাহস নেই বলেই তারা এখনো গুপ্ত রয়েছে। তারা তাদের আদর্শ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবে তাতে সমস্যা নাই তবে তাদেরকে স্পষ্ট করতে হবে তারা গণতন্ত্র চায় নাকি ইসলাম কায়েম করতে চায়। তাদের অস্পষ্টার কারণেই তারা এখনো গুপ্ত সংগঠন হিসেবে বিরাজমান।’

তিনি আরো বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল আবরার ফাহাদকে হৃদয়ে ধারণ করে। কিন্তু তাকে নিয়েও নানাভাবে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে একটি সংগঠন। তারা ছাত্রদলের মানবিক, ধৈর্য ও সহনশীল ছাত্র রাজনীতিতে বিশ্বাস করতে পারে না। এ কারণে তারা ষড়যন্ত্রকারী রূপে আবির্ভূত হয়েছে। ৫ আগস্টের পর ক্যাম্পাসগুলোতে শোডাউন ও আধিপত্যবাদের রাজনীতির কবর রচনা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের এসব ভালো কাজের জন্য তারা গুপ্ত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, ‘ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকেই সবসময় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে। ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা চলমান রাখা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেও ছাত্রদল তার প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। তাই আমি তরুণ শিক্ষার্থীদের আহ্বান করতে চাই, যারা শিক্ষার্থী বান্ধব এবং গণতান্ত্রিক ধারার ক্যাম্পাস নির্মাণ করতে চান তারা অবশ্যই ছাত্রদলের পতাকা তলে চলে আসবেন। আপনাদের প্রতিক্ষায় জাতীয়তাবাদী ছাত্রদল। আপনাদের সাথে নিয়েই আমরা আগামীর সকল চ্যালেঞ্জ মোকাবিলা করবো।’

অনুষ্ঠানে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবরের সভাপতিত্বে ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া, জাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফফান আলী প্রমুখ।

Header Ad
Header Ad

ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক হাসপাতালে

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে মিশু আলি (২৪) ও আকিব আল হাসান (২৩) নামে দুই সমন্বয়ক আহত হয়েছেন।

আরও পড়ুন: নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে আছে যারা

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢাবি শিক্ষার্থী নাহিদ ইসলাম জানান, নতুন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে মধুর ক্যান্টিনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন, যাদের মধ্যে মিশু আলি ও আকিব আল হাসানকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সাত কলেজ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন, নতুন কমিটিতে তাদের প্রতিনিধিত্ব কম রাখা হয়েছে এবং তারা বৈষম্যের শিকার হয়েছেন। আহতদের মধ্যে মিশু আলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং আকিব আল হাসান মাস্টার্স প্রিন্টিং অ্যান্ড স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

তবে কারা তাদের ওপর হামলা চালিয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষে আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে, বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব জাহিদ আহসান, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র আশরেফা খাতুন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব মহির আলম, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।

নতুন কমিটিতে পদ না পেয়ে একাংশের শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন এবং নানা স্লোগান দেন। একপর্যায়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের চাপের মুখে পড়ে নতুন ছাত্র সংগঠনটি ৮ সদস্যের পরিবর্তে ১২ সদস্যের কমিটি প্রকাশ করে।

জানা যায়, সংগঠনের সমন্বয়ক আবু বাকের মজুমদার যখন দল ঘোষণা করছিলেন, তখন উত্তেজিত হয়ে ওঠেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একপর্যায়ে বাগবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয় এবং সংঘর্ষে আহত দুই সমন্বয়ককে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে সংগঠনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেন, "কমিটি নিয়ে দ্বন্দ্বের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

Header Ad
Header Ad

নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে আছে যারা

ছাত্রদের নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ এর কেন্দ্রীয় কমিটি ও ঢাবি কমিটির নেতারা। ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে সাবেক সমন্বয়কদের নিয়ে গঠিত হয়েছে নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’। সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু বাকের মজুমদার, আর সদস্য সচিব হয়েছেন জাহিদ আহসান।

আরও পড়ুন: ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক হাসপাতালে

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আনুষ্ঠানিকভাবে সংগঠনের নাম ঘোষণা করা হয়। একইসঙ্গে কেন্দ্রীয় ও ঢাবির কমিটি প্রকাশ করা হয়। সংগঠনটি শিক্ষা, ঐক্য, মুক্তি এই তিন মূলনীতিকে ধারণ করে গঠিত হয়েছে। ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তৌহিদ মোহাম্মদ সিয়াম, সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ, মুখ্য সংগঠক তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন আশরেফা খাতুন।

 

ছাত্রদের নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ এর কেন্দ্রীয় কমিটির নেতারা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের এবং সদস্য সচিব হয়েছেন মহির আলম। এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ হাসান, সিনিয়র সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম এবং মুখপাত্র রাফিয়া রেহনুমা হৃদি।

 

‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ ঢাবি কমিটির নেতৃবৃন্দ। ছবি: সংগৃহীত

এর আগে, চলতি মাসের ১৭ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন ছাত্র সংগঠনের প্রতিষ্ঠার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সংগঠনটির স্লোগান নির্ধারণ করা হয়েছে— "স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট"।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

শিবিরের গুপ্ত রাজনীতির কারণে অসংখ্য শিক্ষার্থী নির্যাতিত হয়েছে: ছাত্রদল সভাপতি
ছাত্রদের নতুন সংগঠনের মারামারিতে ২ সমন্বয়ক হাসপাতালে
নতুন ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে আছে যারা
নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছি: দুদক চেয়ারম্যান
নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
মির্জা ফখরুলের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক
ডেভিল হান্টে বড় অপরাধীদের ধরার আহ্বান জয়নুল আবদিনের
প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
চেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক রক্ষা করা সম্ভব নয়: গভর্নর ড. আহসান এইচ মনসুর
বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
রমজানে ঢাবির ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধিতে মনিটরিং সেল গঠনে ছাত্রদলের আবেদন
৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রি করবেন ট্রাম্প
পরকীয়ার জেরে ভাঙতে যাচ্ছে ৩৭ বছরের সংসার, যা বললেন গোবিন্দ
ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জুনায়েদ ও রিফাত