এশিয়ান গেমস হকির টিকিট পেল বাংলাদেশ
উনিশতম এশিয়ান গেমসের আসর বসার কথা ছিল চিনের হাংঝুতে। কিন্তু করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়াতে আসর স্থগিত করা হয়েছে। কিন্তু চলছে হকির বাছাইপর্বের খেলা। সেই খেলায় এশিয়ান গেমস হকিতে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ দল।
মঙ্গলবার (১০ মে) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারিয়ে বাংলাদেশ এই টিকিটি পায়। প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল ইন্দোনেশিয়াকে আর শ্রীলঙ্কা ৫-২ গোলে হারিয়েছিল সিঙ্গাপুরকে। আট দলের দুই গ্রুপের খেলায় ৬ দল পাবে এশিয়ান গেমসে খেলার সুযোগ। বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে ১২ মে সিঙ্গাপুরের বিপক্ষে।
এই আসরে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের এশিয়ান গেমসের টিকিট পাওয়া নিয়ে কোনো শঙ্কা ছিল না। চ্যাম্পিয়ন হয়েই তারা খেলার সুযোগ করে নিতে চায়। দুই ম্যাচ জিতে সেমি ফাইনাল খেলা নিশ্চিত করেছে। কারণ গ্রুপের অপরম্যাচটি সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া গোল শূন্য গোলে ড্র করেছে।
চার কোয়ার্টারের খেলায় প্রথম কোয়ার্টার কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ২ গোল করে এগিয়ে যায়। প্রথম গোলটি ছিল ১৮ মিনিটে আশরাফুলের পেনাল্টি কর্নার থেকে। ৫ মিনিট পর পেনালিট স্ট্রোক থেকে খোরশেদ আলম গোল করেন।
তৃতীয় কোয়ার্টারের শেষ মিনিটে শ্রীলঙ্কার হয়ে ভিপুল ফিল্ড গোল করে ব্যবধান কমান ২-১। শেষ কোয়ার্টারে গিয়ে (খেলার ৫৩ মিনিটে) রুমান সরকার র্ফিল্ড গোল করে আবার ব্যবধান বাড়ান ৩-১। পরে এই ব্যবধানেই বাংলাদেশ ম্যাচ জিতে।
এমপি/এমএমএ/