বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাগড়া
প্রস্তুতি ম্যাচটা বেশি জরুরি ছিল সফলকারী শ্রীলঙ্কা দলের জন্য। প্রতিপক্ষ বিসিবি একাদশে বাংলাদেশ টেস্ট দলের একমাত্র মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়া আর কেউ নেই। প্রিমিয়ার ক্রিকেট লিগে ব্যাটে-বলে আলো ছড়ালেও মোসাদ্দেকের লঙ্গার ভার্সন ম্যাচের নিকট অতীত ভালো নয়। তাই তারও নিজেকে একটু পরখ করে নেওয়ার ছিল। বিকেএসপিতে কিন্তু সব প্রস্তুতিতে বাদ সেদেছে ক্রিকেটের আজন্ম শত্রু বৃষ্টি। দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিন মাত্র ৪০ মিনিট খেলা হওয়ার পর বৃষ্টি শুরু হলে সবাইকে ড্রেসিং রুমে ফিরে যেতে হয়। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ১ উইকেটে ১৪ রান। দলীয় ৬ ও ব্যক্তিগত ২ রানে মুকিদুল ইসলাম মুগ্ধর বলে উইকেটের পেছনে এনামুল হক বিজয় তার ক্যাচ ধরেন। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আশিতা ফার্নান্ডো ৭ ও কুশাল মেন্ডিস ৫ রানে অপরাজিত ছিলেন। বিসিবি একাদশে হয়ে আবু জায়েদ রাহী ও মুকিদুল ইসলাম মুগ্ধ দুই জনেই ৪ ওভার করে বোলিং করেন। নবম করতে আসা মো. এনামুল হক ৩ বল করার পরই বৃষ্টি শুরু হয়।
বিসিবি একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহী।
শ্রীলঙ্কা দল: দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্ডু মেন্ডিস, নিরোশান ডিকবেলা, দিনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, সুমিন্ডা লাকশান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশানাকা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া।
টিটি/