সোলেমানের হ্যাটট্রিকে হার এড়াল মোহামেডান
সোলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে দ্বিতীয় পর্বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হার এড়িয়ে ড্র করে মাঠ ছাড়তে পেরেছে মতিঝিল পাড়ার মোহামেডান। খেলা ৩-৩ গোলে ড্র হয়েছে। দিনের অপর ম্যচে উত্তরা বারিধারা ২-০ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা স্বাধীনতা ক্রীড়া সংঘকে।
কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে খেলায় প্রথম গোল দিয়েও মোহামেডান এক পর্যায়ে ৩-১ গোলে পিছিয়ে ছিল। সেখান থেকে ত্রাতা হিসেবে হাজির হয়ে নিজের প্রথম আর লিগের সপ্তম হ্যাটট্রিক করে মোহামেডানকে উদ্ধার করেন সোলেমানে দিয়াবাতে। খেলার শুরুতেই ২ মিনিটে সোলেমানের গোলে মোহামেডান এগিয়ে যাওয়ার ১০ মিনিট পর শাখাওয়াতের গোলে ম্যাচে ফিরে চট্টলার ক্লাবটি। ২৬ মিনিটে সেই শাখাওয়াতই গোল করে দলকে এগিয়ে নেন ২-১ গোলে।
প্রথমার্ধে খেলার ফলাফল ছিল ২-১। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫৯ মিনিটে পেনাল্টি থেকে থ্যাঙ্কগড গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন। কিন্তু প্রথমে গোল দিয়েও পরে এভাবে পিছিয়ে পড়াটাকে মোটেই সহজভবে নিতে পারেননি। সোলেমানে দিয়াবাতে। ৬৭ মিনিটে তিনি গোল করে ব্যবধান ৩-২ করে ফেলেন।
এরপর খেলা যখন ইনজুরি টাইমে গড়ায়। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে সোলেমানে দিয়াবাতে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। খেলার সমতা এনে দলকেও এক পয়েন্ট এনে দেন। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম আবাহনী পঞ্চম ও ২২ পয়েন্ট নিয়ে মোহামেডান ষষ্ট স্থানে।
লিগের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে ২-১ গোলে হারিয়ে চমক সৃষ্টিকারি স্বাধীনতা সংঘ ক্রীড়া চক্র এরপর আর একটি ম্যাচও জিততে পারেননি। হারের ধারাবাহিকতায় আজ তারা নিজেদের ভেন্যু রাজশহীর মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে উত্তরা বারিধারার কাছে হেরেছে ২-০ গোলে। ২৬ মিনিটে মোস্তাফার গোলে বারিধারা এগিয়ে যাওয়ার পর ইনজুরির টাইমের চতুর্থ মিনিটে তিনি ব্যবধান দ্বিগুণ করেন। ১৪ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বারিধারা নবম ও ৬ পয়েন্ট নিয়ে সবার নিজে স্বাধীনতা সংঘ সবার নিচে।
এমপি/এমএমএ/