ভক্তদের জন্য মাশরাফির বার্তা
চোটের সঙ্গে মাশরাফির বসবাস অনক পুরানো। এই চোটের কারণ তার টেস্ট ক্যারিয়ার শুরুতেই শেষ হয়ে গেছে। খেলার মাঠের চোট এখন বসত গড়েছে মাঠের বাইরেও। শনিবার মাশরাফি তার ঢাকার বাসায় অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনার শিকার হয়ে বাঁ পায়ে ২৭টি সেলাই দিতে হয়েছে।
এ ঘটনা জানাজানি হওয়ার পর মাশরাফি ভক্তদের মাঝে টেনশন বিরাজ করতে থাকে। সর্বশেষ অবস্থা জানার জন্য অনেকেই নানাভাবে চেষ্টা করতে থাকেন।
এদিকে সংবাদ মাধ্যমগুলো সংবাদ পরিবেশন করে মাশরাফির পারিবারিক বরাত দিয়ে। সেখানে মাশরাফির কোনো বক্তব্য ছিল না। শনিবারই মাশরাফি চিকিৎসা শেষে বাসায় ফিরে যান। অবস্থা ততটা গুরুতর নয়। ডাক্তাররা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
অন্যদিকে, মাশরাফি ভক্তকুলের কথা চিন্তা করে আজ ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়ে নিজের সর্বশেষ অবস্থা জানিয়ে তিনি লিখেছেন, ‘নিশ্চয় মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আলহামদুলিল্লাহ সবার দোয়ায় ভালো আছি এখন। চিন্তা করার মতো গুরুতর অবস্থায় আপাতত নেই ইনশাআল্লাহ।
‘কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। অনেকেই ম্যাসেজ দিয়েছেন, ফোন করে জানতে চেয়েছেন, আপনাদের সবাইকে জানাতে পরিনি বলে দুঃখিত। সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ। আল্লাহর কাজ সব ভালো।’
এমপি/এমএমএ/