ঢাকায় শ্রীলঙ্কা দল
শ্রীলঙ্কা দলের বাংলাদেশ সফর নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে কখনো কোনো রকমের শঙ্কা প্রকাশ করা হয়নি। কিন্তু শ্রীলঙ্কার যে রাজনৈতিক পরিস্থিতি এবং এ কারণে অর্থনীতিতে যে মন্দাভাব বিরাজ করছে, নিত্য প্রযোজনীয় খাদ্য সামগ্রির তীব্র সঙ্কট, এতে করে যে কোনো সময় সফর বাতিল করে শ্রীলঙ্কা দলের না আসাটা অস্বাভাবিক কিছু ছিল না। তবে সে রকম কোনো কিছু হয়নি।
নির্ধারিত সময়ের এক ঘন্টা বিলম্বে দুপুর প্রায় সাড়ে বারোটার দিকে অধিনায়ক দিমুথ করুনারত্নের নেতৃত্বে ঢাকা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তারা সরাসরি হোটেলে চলে যায়।
সেখানে আজ বিকেলে তাদের সবার করোনা পরীক্ষা করানো হবে। আগামীকাল তারা অনুশীলন করবে। পরে ১০ ও ১১ মে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্ততি ম্যাচ খেলবে। এরপর শ্রীলঙ্কা দল চলে যাবে চট্টগ্রামে। সেখানে দুই দিন অনুশীলন করার পর ১৫ মে খেলবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ঢাকায় ২৩ মে।
শ্রীলঙ্কা দল: দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাডা ফার্নান্ডো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্ডু মেন্ডিস, নিরোশান ডিকবেলা, দিনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্ন, সুমিন্ডা লাকশান, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্ডো আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশানাকা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এম্বুলদেনিয়া।
এমপি/এমএমএ/