শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অধিনায়ক মিঠুন
মোহাম্মদ মিঠুনকে অধিনায়ক করে শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ বিসিবি একাদশের নাম ঘোষণা করা হয়েছে। মিঠুন এবারের প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ছিলেন। লিগে প্রাইম ব্যাংক তৃতীয় হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়া সাদমান ইসলামকে রাখা হয়েছে দলে।
আবার লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রান করা ওপেনার এনামুল হক বিজয়ও আছেন দলে। একইভাবে দলে আছেন নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে দলে থেকে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়া পেসার আবু জায়েদ রাহীও। এই বাদ পড়া নিয়ে মিডিয়াতে প্রতিক্রিয়া দিয়ে বিসিবির নজরদারিতে পড়েন রাহী।
বিকেএসপিতে ১০ ও ১১ মে অনুষ্ঠিত হবে এই প্রস্তুতি ম্যাচ। দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে ৮ মে। প্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রামে ১৫ মে। দ্বিতীয় টেস্ট ২৩ মে শুরু হবে ঢাকায়। দুইটি টেস্টই আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বিসিবি একাদশ: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, মোহাম্মদ এনামুল হক, মুশফিক হাসান, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহী।
এমপি/এমএমএ/