জয় দিয়ে মোহামেডানের ঈদ উৎসব
সর্বত্রই ঈদের ছুটি বিরাজ করছে। ব্যতিক্রম শুধু বাফুফেতে। আজ ২৯ রমজান পর্যন্ত পেশাদার লিগের খেলা রেখেছে। আজ অবশ্য একটি খেলা ছিল। যেখানে মোহামেডান জমজমাট লড়াইয়ের পর ৩-২ গোলে হারিয়েছে স্বাধীনতা সংঘকে। এই জয়ে মোহামেডান ১৩ খেলায় ২১ পয়েন্ট নিয়ে আছে ছয়ে।
লিগের প্রথম ম্যাচে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে হারানো স্বাধীনতা সংঘ এরপর আর কোনো জয়ই পায়নি ড্র করেছে পেয়েছে আরও ৩ পয়েন্ট। ১৩ খেলায় ১২ দলের মাঝে তাদের অবস্থান সবার নিচে। আজকের ম্যাচ দিয়ে পেশাদার লিগের ঈদের ছুটি শুরু হলো। এই ছুটি চলবে ৬ মে পর্যন্ত।
রবিবার (১ মে) মোহামেডানের হোম ভেন্যু কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান প্রথমে ৩-০ গালে এগিয়ে ছিল। খেলার শেষের দিকে স্বাধীনতা সংঘ ২ গোল পরিশোধ করে খেলা জমিয়ে তুলেছিল। কিন্তু আর কোনো গোল করার আগেই রেফারি খেলার শেষ বাঁশি বাজান। মোহামেডানের হয়ে ওবি মোনােেক ২টি ও শাহেদ মিয়া এবং স্বাধীনতা সংঘের হয়ে রাসেল ও বিশাল গোল করেন।
মোহামেডান প্রথম গোল পায় খেলার ১২ মিনিটে। ওবি মোনাকে গোল করে মোহামেডানকে এগিয়ে নিয়ে যাওয়ার পর ৩৫ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন তিনি। ৪১ মিনিট শাহেদ গোল করে ব্যবধান ৩-০ করেন। প্রথমার্ধে মোহামেডান ৩-০ গোলে এগিয়ে ছিল।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে মোহামেডান ১০ জন নিয়ে খেলা শুরু করে। কারণ, ৪৩ মিনিটে ফরহাদ দ্বিতীয়বার হলুদকার্ড পেয়ে লালকার্ড দেখে মাঠের বাইরে চলে যান। ১০ জনের মোহামেডানকে পেয়ে স্বাধীনতা সংঘ খেলায় ফেরার চেষ্টা করে। কিন্তু তারা সফল হতে পারছিল না। যখন সফল হয়, গোলের মুখ দেখে তখন খেলার অন্তিম মুর্হুত। ৮৬ মিনিটে রাসেল গোল করে ব্যবধান কমানোর পর ৮৯ মিনিটে বিশাল দাস গোল করলে ব্যবধান ৩-২ হয়। এ সময় খেলায় উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু উত্তেজনা দানা বাঁধার আগেই রেফারি খেলার শেষ বাঁশি বাজান।
এমপি/এমএমএ/