বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

আবারও তামিম-বিজয়ের দ্বিশত রানের জুটি

এনামুল হক বিজয় আফসোস করতেই পারেন প্রিমিয়ার ক্রিকেট লিগ শেষ হয়ে গেলে দেখে। কারণ স্বপ্নের মতো একটি লিগ শেষ করেছেন। আগের ম্যাচেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে হাজার রানের মাইলফলক র্স্পশ করা এনামুল হক বিজয় শেষ ম্যাচেও রানের দেখা পেয়েছেন। এবং সেই রান করার মাঝে আছে আফসোসও। মাত্র ৪ রানের জন্য লিগের চতুর্থ সেঞ্চুরির দেখা পাননি।

এনামুল হক বিজয়ের মতো করে না হলেও কিছুটা আফসোস করবেন জাতীয় দলের তামিম ইকবাল। তিনি পেয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি। মাত্র ৪টি ম্যাচ খেলেছেন তিনি। এই দুই সেঞ্চুরির আগে তিনি ৯০ রানে আউট হয়ে আরেকটি সেঞ্চুরি করা থেকে বঞ্চিত হয়েছিলেন। প্রাইম ব্যাংকের দুই ওপেনারে ব্যাট থেকে যদি এ রকম রান আসে,তাহলে বুঝে নিতে হবে দিনটি ছিল তাদের। ওপেনিংয়ে রানও এসেছে পেটমোটা আর দলের সংগ্রহও হয়েছে আকাশ ছোঁয়া। সেখানে প্রতিপক্ষ দল বানের পানির মতো ভেসে যাওয়ারই কথা।

যেমনটি হয়েছিল আগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে। তামিম-বিজয় জুটিই রূপগঞ্জ টাইগার্সের করা ২২৯ রান টপকে গিয়েছিলেন মাত্র ২৬.৪ ওভারে ২৩৪ রান করে। আজ তারা দুই জনে করেছেন ৩১.১ ওভারে ২১৫ রান। বিকেএসপির ৩ নম্বার মাঠে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) প্রাইম ব্যাংক টস জিতে আগে ব্যাট করতে নামার কারণে তামিম-বিজেয়র এ রকম সুচনায় দাঁড়িয়ে ৭ উইকেটে ৩৫৫ রান সংগ্রহ করে।

জবাব দিতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৪৭.৫ ওভারে ২৭৭ রান করে অলআউট হয়ে হার মানে ৭৮ রানে। জয় দিয়ে লিগ শেষ করে ১৫ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্রাইম ব্যাংক ক্লাব হয়েছে তৃতীয়। গতবার তারা রানার্সআপ হয়েছিল। গাজী গ্রুপের পয়েন্ট ১২। তারা সুপার লিগে ছয় দলের মাঝে সবার নিচে।

তামিম-বিজয় জুটি আগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ২৩৪ রান করে অপরাজিত ছিলেন। আজ তারা করেন ২১৫ রান। সর্বমোট ৪৩৯ রান করার পর তাদের মাঝে বিচ্ছেদ আসে। এনামুৃুল যেভাবে খেলছিলেন তাতে করে তার লিগে চতুর্থ সেঞ্চুরি পাওয়াটা ছিল সময়ের ব্যাপার। ঘরোয় ক্রিকেটে এক মৌসুমে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির দিকে দিয়ে তার সামনে ছিলেন শুধুই মোহামেডানের হয়ে খেলতে আসা কেনিয়ার স্টিভ টিকোলো। টিকোলো ৪ সেঞ্চুরিতে রান করেছিলেন ১২২২।

সেঞ্চুরির সংখ্যা র্স্পশ আর মোট রান অতিক্রম করার সম্ভাবনা প্রবল হয়ে উঠে। কিন্তু ৯৪ রানে হুসনা হাবিবের বলে বোল্ড হয়ে গেলে আনন্দের মাঝেও যেন বিষাদ নেমে আসে বিজয়ের আকাশে। যেমনটি নেমে এসেছিল আগের ম্যাচে লিস্ট ‘এ’ ক্রিকেটে হাজার রান করার পরও দলকে চ্যাম্পিয়ন না করাতে পেরে। বিজয়ের ৮৫ বলের ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৮টি চার। লিগে ১৫ ম্যাচে তার রান ১১৩৮।

এটি ছিল তার লিগে নবম হাফ সেঞ্চুরি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটিও সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি। বিজয় আউট হওয়ার অনেক আগেই তামিম ইকবাল সেঞ্চুরি করে ১৩৭ রানে আউট হয়ে যান আরাফাত সানির বলে রাকিবুল আতিকের হাতে ধরা পড়ে। তিনি ১২২ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। সেঞ্চুরি পূর্ণ করার পরপরই আল আমিন জুনিয়রের উপর দিয়ে রীতিমতো ঝড় বহিয়ে দেন এক ওভারে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান নিয়ে। পরের ওভারে আরাফাত সানির উপর দিয়েও একই তান্ডব করেন পরপর ৪ বলে এক বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে ১৮ রান তুলে নিয়ে। পরের বলে অবশ্য আউট হয়ে যান। তার ইনিংসে ছিল ৬ ছক্কা ও ১৩ চার। তামিম যখন আউট হন, তখন বিজয়ের রান ছিল ৭৫। দুই ওপেনারের এমন সূচনার পর পরবর্তিতে উইকেটে যে ব্যাটসম্যানই এসেছেন তিনিই মারমুখি ব্যাটিং করেছেন। মুমিনুল ১৪ বলে ২০, মোহাম্মদ মিঠুন ২৬ বরে ৩৯, নাসির হোসেন ১৭ বলে ২০, করিম জানাত ১০ বলে ২০ রান করেন। প্রাইম ব্যাংকের রান হয় ৭ উইকেটে ৩৫৫। এটি এবারের লিগে দ্বিতীয় সর্বোচ্চ রান। আগে সর্বোচ্চ রানও ছিল প্রাইম ব্যাংকের। শাইনপুকুরের বিপক্ষে তারা করেছিল ৫ উইকেটে ৩৮৮ রান। গাজী গ্রুপের নিলয় ৫৪ রানে ৩টি ও হুসনা হাবিব ৮৩ রানে ২ উইকেট নেন।

মোট ৩৫৫ রানের পাহাড় টপকাতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্স শুরুতেই উইকেট হারায় ওপেনার আরাফাত সানিকে হারিয়ে। তিনি কোনো রানই করতে পারেননি। তবে ৬৮ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকে জুটিতে আল আমিন জুনিয়র ও মেহরব হোসেন ১৪৭ রান যোগ করে দলকে লড়াইয়ে রেখেছিলেন। কিন্তু ১৫ রানের ব্যবধানে দুই জনেই আউট হলে আবার বিপদে পড়ে গাজী গ্রুপ। যে বিপদ পরে আর তারা কাটিয়ে উঠতে পারেনি। ৪৭ রানে হারায় শেষ ৫ উইকেট। আল আমিন জুনিয়র ৯১ বলে ১৪ চারে ৮৭ ও মেহরব হোসেন ৮৫ বলে ২ ছক্কা ও ৮ চারে ৭১ রান করেন। প্রাইম ব্যাংকের তাইজুল ৫০ ও রুবেল ৬৭ রানে ৩টি করে এবং রাকিবুল হাসান ৪২ ও করিম হানাত ৪৮ রানে নেন ২টি করে উইকেট। ম্যাচ সেরা হন তামিম ইকবাল।

এমপি/এমএমএ/

 

Header Ad
Header Ad

প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

ছোটপর্দার প্রখ্যাত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও অভিনয়ের জগতে অনড় রয়েছেন। তার অভিনয় নিয়ে ভালোবাসা এবং একাগ্রতা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য, তবে সম্প্রতি তার ব্যক্তিগত জীবনও বেশ আলোচনা সৃষ্টি করেছে।

এক সময় দীর্ঘ বিরতি নিয়েছিলেন প্রভা, সেই সময়টায় তিনি দেশ-বিদেশে ভ্রমণ করেছেন। কিছুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। যদিও তার ব্যক্তিগত জীবন বেশ কিছুবার মিডিয়ার শিরোনামে উঠে এসেছে, বিশেষ করে তার সহকর্মী মনোজের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা স্পষ্ট করে বলেন, "মনোজের সঙ্গে কখনও প্রেম ছিল না। মিডিয়াতে এ নিয়ে নানা ধরনের গুজব রটানো হয়েছিল, যা আমার এবং মনোজের স্বাভাবিক সম্পর্ককেও ক্ষতিগ্রস্ত করেছে।"

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবি: সংগৃহীত

এছাড়া, প্রভা তার জীবনের প্রথম প্রেম নিয়ে বেশ কটু মন্তব্য করেছেন। তিনি বলেন, "প্রথম প্রেমিককে আমি কখনও প্রাক্তন মনে করি না, আমি তাকে শত্রু মনে করি। কারণ, প্রাক্তন কখনোই এতটা হিংস্র হতে পারে না। আমার জন্য, যে সম্পর্ক আমাকে অস্বস্তিতে ফেলে, সে আর কখনও আমার প্রাক্তন হতে পারে না।" তবে তিনি এই সম্পর্কের বিপরীতে বলেন, "আমি যাদের সঙ্গে সম্পর্ক করেছি, তাদের সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত রয়েছে, এবং সে কারণে আমি আমার 'প্রাক্তন'দের সঙ্গে এই ব্যক্তিকে তুলনা করতে চাই না।"

এছাড়া, প্রভা আরও জানান, "প্রাক্তন শব্দটি আমার কাছে গুরুত্বপূর্ণ, কারণ সে মানুষের সঙ্গে সম্পর্কের অবসান হওয়ার পরও, সেখানে কিছু সুন্দর মুহূর্ত ছিল। সে ছিল সেই মানুষ, যে আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়ে ছিল, আমার পাশে ছিল।"

বর্তমানে প্রভা মেকআপ আর্টিস্ট হিসেবেও সফল হয়েছেন। যুক্তরাষ্ট্রে 'দ্য মেকআপ একাডেমি' থেকে প্রশিক্ষণ নেওয়ার পর, তিনি সেখানে কাজ শুরু করেছেন এবং নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন।

Header Ad
Header Ad

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। এখন থেকে মহাখালী র‍্যাম্প ব্যবহার করে উত্তরা ও এয়ারপোর্টগামী যানবাহন চলাচল করতে পারবে।

ডিএমপি সদর দপ্তর থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকার দক্ষিণ ও পূর্ব এলাকা থেকে প্রায় সব যানবাহন তেজগাঁও-লাভ রোড ক্রসিং হয়ে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডের রেল ওভারপাস সংলগ্ন র‍্যাম্প ব্যবহার করে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠছে। এতে তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানজট তৈরি হচ্ছে।”

এ অবস্থায় যানজট কমাতে প্রাইভেট কার, মাইক্রোবাস, বাসসহ সব ধরনের যানবাহনকে মহাখালী র‍্যাম্প ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “যদি তেজগাঁও-বিজয় সরণী লিংক রোডে যানবাহনের চাপ বেশি থাকে, তবে মহাখালী বাস টার্মিনালের বিপরীত দিকের র‍্যাম্প ব্যবহার করে উত্তরা ও এয়ারপোর্ট অভিমুখে চলাচল করতে হবে।”

ডিএমপি সকল চালক ও যাত্রীদের নতুন নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানিয়েছে এবং যানজট কমাতে সকলের সহযোগিতা কামনা করেছে।

Header Ad
Header Ad

ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন আয়োজনের বিষয়ে প্রশাসনের কোনো দ্বিধা নেই। তিনি বলেন, "আমরা নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই। কারণ, এটি 'জুলাই স্পিরিট'-এর প্রতি আমাদের কমিটমেন্ট।"

২৬ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ঢাবি ভিসি জানান, ডাকসু নির্বাচনের জন্য তিনটি স্বাধীন কমিটি গঠন করা হয়েছে এবং প্রশাসন তাদের কাজে কোনো হস্তক্ষেপ করছে না। তিনি বলেন, "নির্বাচন কবে হবে, তা নির্ধারণ করবে এসব কমিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এতে কোনোভাবে নাক গলাচ্ছে না। কমিটির সুপারিশের ভিত্তিতেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।"

তিনি আরও বলেন, "আমাদের ছাত্রদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ব্যবস্থা সচল রাখতে ডাকসু নির্বাচন প্রয়োজন।"

উপাচার্য জোর দিয়ে বলেন, "আমরা ডাকসু নির্বাচন করব কারণ এটি আমাদের গণঅভ্যুত্থানের মূল স্পিরিটকে সম্মান জানানো। তবে কোনো রাজনৈতিক দলের চাপের কারণে নয়।"

তিনি আরও বলেন, "আমাকে ভয় দেখিয়ে কাজ করানো যাবে না। তবে আমি ভয় পাই।"

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ ডাকসু নির্বাচন ২০১৯ সালে অনুষ্ঠিত হয়েছিল, যা দীর্ঘ ২৮ বছর পর আয়োজিত হয়েছিল। এরপর থেকে পুনরায় নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা চলছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

প্রথম প্রেমিককে প্রাক্তন মনে করি না, সে আমার শত্রু: প্রভা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের নতুন নির্দেশনা
ডাকসু নির্বাচন করতে চাই, এতে কোনো সন্দেহ নেই: ঢাবি ভিসি
নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে পদবঞ্চিতদের বিক্ষোভ, উত্তাল ঢাবি
টাঙ্গাইলে ক্ষুদে শিশুদের পুতুল নাচে মুগ্ধ দর্শক
নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ, নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’
চেষ্টা সত্ত্বেও কিছু ব্যাংক রক্ষা করা সম্ভব নয়: গভর্নর ড. আহসান এইচ মনসুর
বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
রমজানে ঢাবির ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধিতে মনিটরিং সেল গঠনে ছাত্রদলের আবেদন
৬০ কোটি টাকায় মার্কিন নাগরিকত্ব বিক্রি করবেন ট্রাম্প
পরকীয়ার জেরে ভাঙতে যাচ্ছে ৩৭ বছরের সংসার, যা বললেন গোবিন্দ
ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জুনায়েদ ও রিফাত
‘শুধু রণাঙ্গণের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা মুক্তিযুদ্ধের সহযোগী’
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আয়োজনে আন্তর্জাতিক ছাত্র সম্মেলন
৬ মাসে যেভাবে অর্থনীতি কামব্যাক করেছে সেটা মিরাকল: প্রেস সচিব
নতুন তথ্য উপদেষ্টা হচ্ছেন মাহফুজ আলম
টাঙ্গাইলে শিক্ষা সফরের ৪ বাসে ডাকাতি, বাঁধা দেওয়ায় শিক্ষকসহ দুইজনকে মারধর
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিতে সম্মত ইউক্রেন  
ছোট অপরাধ বাড়লেও কমেছে বড় অপরাধ: আসিফ মাহমুদ