হেরে ইতালির কাতার বিশ্বকাপ শেষ
নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে কাতার ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে গেল ইতালির। বৃহস্পতিবার (২৪ মার্চ) প্লে-অফ সেমি-ফাইনালে ১-০ ব্যবধানে হেরেছে দলটি।
প্রথমার্থের শুরু থেকে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও প্রতিপক্ষের রক্ষণভাগে গিয়ে বারবার খেই হারিয়ে অসংখ্য সুযোগ হাতছাড়া করে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিরতিতে যাওয়ার আগে দুটি সুযোগ হাতছাড়া করে মানচিনির শিষ্যরা। ৩২তম মিনিটে লরেন্সো ইনসিনিয়ের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন মেসিডোনিয়ার গোলরক্ষক। এর পাঁচ মিনিট পর আবারও সুযোগ হাতছাড়া হয়। এবার চিরো ইম্মোবিলের শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে ব্যর্থ হয়ে যায়। বাকি সময়ে আক্রমণ করেও সফলতার মুখ দেখেনি দলটি।
দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে সুযোগ নষ্ট করে মানচিনির শিষ্যরা। মার্কো ভেরাত্তির দেওয়া পাসে ডি বক্সের মাথা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি বেরার্দি।
অপরদিকে নির্ধারিত নব্বই মিনিটের খেলা শেষে যোগ করা পাঁচ মিনিটের দ্বিতীয় মিনিটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন মেসিডোনিয়ার ত্রাজকোভস্কি। মাঝমাঠ থেকে বল পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সের বেশ বাইরে থেকে আড়আড়ি শটে গোল করেন তিনি। তার এ গোলের মধ্য দিয়ে কাতার বিশ্বকাপে ইতালির খেলার আশার সমাপ্তি ঘটে।
এসআইএইচ