ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় চিলি
বিশ্বকাপ বাছাই পর্বে চিলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। ব্রাজিলের কাছে এই হারে কাতার বিশ্বকাপে খেলার সুযোগ অনেকটাই ফিকে হয়ে গেল চিলির। কারণ পেরু ও কলম্বিয়ার ম্যাচের উপর নির্ভর করছে তারা প্লে-অফ খেলার সুযোগ পাবে কি পাবে না।
শুক্রবার (২৫ মার্চ) ভোরে মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ম্যাচের শুরুতেই বেশ কয়েকবার সুযোগ বানিয়েও গোলের দেখা পায়নি ব্রাজিল। তবে বিরতিতে যাওয়ার আগে দলকে এগিয়ে রাখেন তিতের শিষ্যরা। ৪৩ মিনিটে ডি-বক্সের ভেতরে নেইমারকে ফেলে দেন চিলির এক ফুটবলার। এর ফলে পেনাল্টি পেয়ে যায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন নেইমার। এর দুই মিনিট বাদেই গোল ব্যবধানটা আরও বড় করেন ভিনিসিয়ুস জুনিয়র। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে স্পট কিক থেকে ব্যবধান তিনগুণ করেন ব্রাজিলের ফিলিপে কোতিনহো। নির্ধারিত নব্বই মিনিটের খেলায় যোগ করা অতিরিক্ত সময়েও গোল খেয়ে বসে চিলি। সেই সময়ের এক মিনিটের মাথায় চতুর্থ গোল করেন রিচার্লিসন। এতে ৪-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। অপরদিকে হতাশা নিয়ে মাঠ ছাড়ে মার্টিনের শিষ্যরা।
এ নিয়ে ১৬ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল ব্রাজিল। অপরদিকে ১৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে চিলি।
এসআইএইচ