সিরিজ জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ
আঙ্গুর ফল টক। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ ম্যাচ জিততে না পারায় আঙ্গুর ফলের মতো টক হয়েছিল। ম্যাচ জয়ের স্বাদ কেমন তা জানতো না। এখন আর তা বলা যাবে না। কারণ বাংলাদেশ আঙ্গুর ফলের মিষ্টি স্বাদ পেয়েছে প্রথম ওয়ানডে ম্যাচ জিতে। কিন্তু এই একটি ম্যাচ জিতেই বাংলাদেশের স্বপ্নের সীমানা মাটি থেকে আকাশচুম্বি হয়ে গেছে।
যেখানে একটি ম্যাচ জেতাই ছিল অধরা, সেখানে এবার সিরিজ জেতার স্বপ্ন উঁকি-ঝুঁকি দিচ্ছে। দ্বিতীয় ম্যাচে সেই স্বপ্নে বিভোর হয়ে মাঠে নেমেছিল। কিন্তু খেয়েছিল হোঁচট। প্রথম ম্যাচে ৩৮ রানের জয়ের বিপরীতে দ্বিতীয় ম্যাচে হেরেছিল ৭ উইকেটে। তাই বলে বাংলাদেশের সিরিজ জেতার স্বপ্ন শেষ হয়ে যায়নি। এখনো জীবন্ত আছে শতভাগ। পাল তোলা নৌকার মতো সেই স্বপ্ন জোহানেসবার্গ থেকে গিয়ে ঠেকেছে সেঞ্চুরিয়ানে। এই সেঞ্চুরিয়ানেই বাংলাদেশ পেয়েছিল আঙ্গুর ফল টক নয় মিষ্টিও। প্রয়োজন শুধু আর একটি জয়। তবেই বিদেশের মাটিতে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ জেতার অপূর্ণতাও দূর হবে। সেই স্বপ্ন পূরণে বাংলাদেশ টস হেরে বোলিং করতে নামবে। স্বপ্নকে বাস্তবে নামিয়ে আনার অভিপ্রায়ে বাংলাদেশ সেরা একাদশে আনেনি কোনো পরিবর্তন। দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন। পার্নেলের পরিবর্ত খেলবেন পিটোরিয়াস।
সেঞ্চুরিয়ানে দিবা-রাত্রির প্রথম ওয়ানডেতে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে করেছিল ৩১৪ রান। ইনিংসে ফিফটি হাঁকিয়েছিলেন তিনজন। সাকিব ৭৭, লিটন দাস ৫০, ইয়াসির আলী ৫০। জবাব দিতে নেমে দক্ষিণ আফ্রিকা ২৭৬ রানে অলআউট হয়েছিল। আজকের ম্যাচও দিবা-রাত্রির।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এমপি/আরএ/