রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | ৯ অগ্রহায়ণ ১৪৩১
Dhaka Prokash
Header Ad

প্রয়োজনে খেলতে না চাইলে রিয়াল ছাড়তে বললেন গুতি

হোসে মারিয়া গুতিরেজ হার্নান্দেজ নামের চেয়ে গুতি নামেই বেশি পরিচিত রিয়াল মাদ্রিদের সাবেক এই মিডফিল্ডার। এবার চটেছেন এ ফুটবলার।

রবিবার রাতে ‘এল ক্লাসিকো’য় ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলে হেরেছে রিয়াল। এই হারে কিছু খেলোয়াড়ের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়ালের হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগ ও পাঁচবার লা লিগাজয়ী গুতি।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তির প্রতি পরিষ্কার বার্তা দিয়েছেন ৪৫ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার। রিয়ালের হয়ে যেসব খেলোয়াড় অবদান রাখতে অনিচ্ছুক, প্রয়োজনের মুহূর্তে যেসব খেলোয়াড়কে পাওয়া যায় না, তাদের ছেড়ে দেওয়া হোক। এতে রিয়াল সব প্রতিযোগিতায় ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে মনে করেন গুতি।

স্প্যানিশ টিভি অনুষ্ঠান ‘এল চিরিনগুইতো’তে গুতি বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ ১২ থেকে ১৩ জন খেলোয়াড় নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না। ইউরোপিয়ান কাপ (চ্যাম্পিয়নস লিগ), লা লিগা ও কোপা দেল রে টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করা একটি বড় দল ১৪ জন নিয়ে খেলতে পারে না। হচ্ছেটা কী এখানে? যে খেলতে চায় না, তার রিয়ালে থাকা অনুচিত। বিষয়টি এতটাই সরল। কিন্তু এখন! তাকে (আনচেলত্তি) এটা বলতে দিন।’

গুতি এরপর পরিষ্কার করে বলেছেন, 'ক্লাব অথবা আনচেলত্তিকে খেলোয়াড়দের বলতে হবে 'সংবাদ সম্মেলন ডেকে বলো আমি রিয়ালের হয়ে খেলতে চাই না।' রিয়াল মাদ্রিদ বেতন দিচ্ছে। কীভাবে খেলতে অনিচ্ছা প্রকাশ করে?'

বার্সেলোনার বিপক্ষে হারের এই ম্যাচে ইসকো, এদেন হ্যাজার্ড, লুকা ইয়োভিচ কিংবা গ্যারেথ বেলের মধ্যে কাউকে বেঞ্চ থেকে মাঠে নামতে দেখা যায়নি।

গুতি এ নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন, ‘ধরুন আমি আনচেলত্তি, বেঞ্চে আমার হাতে ইসকো, বেল, হ্যাজার্ড ও ইয়োভিচ আছে। কিন্তু আমি কাউকে মাঠে নামাতে পারছি না। তাহলে হচ্ছেটা কী? আমার তো এখানেই হেরে যাওয়ার কথা! বার্সার বিপক্ষে ম্যাচটা আমি দেখেছি। রিয়াল মাদ্রিদের বেঞ্চও দেখেছি, দ্বিতীয়ার্ধে দেখলাম প্রথম বদলি হিসেবে মারিয়ানোকে নামানো হয়েছে। এটা কীভাবে সম্ভব? মারিয়ানোর জায়গায় কেন বেল কিংবা হ্যাজার্ড নামল না? সে (মারিয়ানো) এ মৌসুমে বেশি সময় খেলেনি। কিছু একটা ঘটছে, এমন কিছু, যা ক্লাব কোনোভাবেই হতে দিতে পারে না।’

বিরতির পর দানি কারবাহলের জায়গায় মারিয়ানো এবং টনি ক্রুসের জায়গায় এদুয়ার্দো কামাভিঙ্গাকে মাঠে নামান আনচেলত্তি। মার্কো আসেনসিও ও লুকাস ভাসকেজ নেমেছেন ৬০ মিনিটের পর। প্রথমার্ধ শেষেই ২-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল। গুতির যুক্তি, প্রথমার্ধ শেষে দুই গোল ব্যবধানে পিছিয়ে থাকা দলকে সাহায্য করতে হ্যাজার্ড, ইয়োভিচ কিংবা বেলকে কেন মাঠে দেখা গেল না?

ওয়েলশ তারকা বেলের সঙ্গে রিয়ালের সম্পর্ক বেশ আগে থেকেই খারাপ। এ মৌসুম শেষেই তার সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ ফুরোবে। গত আগস্টের পর থেকে রিয়ালের হয়ে মাত্র দুই ম্যাচ খেলা বেলের সব ভাবনাজুড়ে এখন জাতীয় দল।

ক্লাসিকোর দিন সকালে শারীরিক অসুস্থতার কথা বলে রিয়াল স্কোয়াড থেকে নিজের নাম প্রত্যাহার করেন বেল। এমনকি ম্যাচ দেখতে সান্তিয়াগো বার্নাব্যুতেও যাননি! এদিকে ওয়েলশের হয়ে ঠিকই অনুশীলন করছেন বেল।

চোটের পর চোটে আক্রান্ত হ্যাজার্ড নিজের খেলার ছন্দ হারিয়ে ফেলেছেন। আনচেলত্তি তাকে পছন্দ করলেও চেলসির হ্যাজার্ডের সঙ্গে এই হ্যাজার্ডের আকাশ-পাতাল ফারাক থাকায় বেলজিয়ান উইঙ্গারকে খেলাচ্ছেন না। অন্যদিকে, সার্বিয়ান স্ট্রাইকার লুকা ইয়োভিচের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে রিয়াল। গত জানুয়ারিতেই তাকে ক্লাব ছাড়তে বলা হয়েছিল। ঠিকমতো অনুশীলন না করার দুর্নাম আছে ইয়োভিচের বিপক্ষে।

পরিস্থিতি যখন এমন তখন গুতির দাবি, কিলিয়ান এমবাপ্পে ও আরলিং হরলান্ডকে দলে টানুক রিয়াল। এর পাশাপাশি আরও কয়েকজন খেলোয়াড় কেনা উচিত বলে মনে করেন গুতি, ‘এমন পরিস্থিতির মধ্যে আমরা সন্দেহ করছি রিয়াল হরলান্ডকে কিনবে কি না? হরলান্ড ও এমবাপ্পে ছাড়াও আরও চার থেকে পাঁচজনকে সই করাতে হবে, যারা রিয়ালের হয়ে খেলতে চায়।’

টিটি/

Header Ad

হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত

মশিউর রহমান ও জুয়েল রানা। ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান ও ডিএমপির সাবেক এডিসি জুয়েল রানাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (২৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ডিবির সাবেক ডিসি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও বর্তমানে পুলিশ সুপার হিসেবে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মশিউর রহমানকে নিউমার্কেট থানার মামলায় গ্রেফতার করে ২০ সেপ্টেম্বর আদালতে পাঠানো হয়েছে। সেহেতু, মশিউর রহমানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের এডিসি (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)) জুয়েল রানাকে নিউমার্কেট থানার মামলায় গ্রেফতার করে ১৮ অক্টোবর আদালতে পাঠানো হয়েছে।

সেহেতু, জুয়েল রানাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ১৮ অক্টোবর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন জুয়েল রানাকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

এর আগে, ৩ সেপ্টেম্বর ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফীকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ২ সেপ্টেম্বর বিমানবন্দর থেকে ডিবি পুলিশ কাফীকে আটক করে। তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।

Header Ad

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯

প্রতীকী ছবি

বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে; যা এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। একই সময় ১ হাজার ৭৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে; যা এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৪৫৯ জনের।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

Header Ad

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত

ঋষভ পান্ত। ছবি: সংগৃহীত

আইপিএলের মেগা নিলামে শুরুতে রেকর্ড গড়ে বিক্রি হয়েছিলেন শ্রেয়াস আইয়ার। তাকে ২৬.৭৫ কোটি রুপিতে কিনেছিল পাঞ্জাব কিংস। কিন্তু সেই রেকর্ডও টেকেনি বেশিক্ষণ। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ঋষভ পান্ত। তাকে ২৭ কোচটি রুপিতে দলে ভিড়িয়েছে লখনৌ সুপার জায়ান্টস।

রোববার (২৪ নভেম্বর) সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তর শহর জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে এবারের মেগা নিলাম। আর যেখানে ২৭ কোটি রুপিতে পান্থকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। সেই সঙ্গে আইপিএলের ইতিহাসের সবচেয়ে দাবি খেলোয়াড় হলেন পান্থ।

২ কোটি রুপি ভিত্তি মূল্যতে নিলামে উঠে ছিলেন পান্থ। শুরুতে তাকে নিয়ে বেঙ্গালুরুর সঙ্গে লড়াই করতে থাকেন লখনৌ। এই দুই দলের লড়াইয়ে লখনৌ বিজয়ী হলেও, দ্বিতীয় ধাপে পান্থকে দলে নিতে মাঠে নামে সানারাইজার্স হায়দরাবাদ। এখানেও শেষ পর্যন্ত জয়ী হয়েছে লখনৌ।

কিন্তু তার জন্য দলটিকে খরচ করতে হয়েছে ২৭ কোটি রুপি। যা আইপিএল ইতিহাসের সর্বোচ্চ। সুতরাং আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন পান্থ।

গত আসরের নিলামে মিচেল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়ে রেকর্ড গড়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এবারে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে দলে নিয়ে সেই রেকর্ড ভেঙে দিয়েছে পাঞ্জাব কিংস। এর একজন পরেই নিলামে ওঠা পান্থের নাম। সেখানেই জাতীয় দলের সতীর্থকে পিছনে ফেলেছেন তিনি।

Header Ad

সর্বশেষ সংবাদ

হত্যা মামলায় গ্রেফতার ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড মৃত্যু, শনাক্ত আরও ১০৭৯
আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আরও এক মামলায় খালাস পেলেন তারেক রহমান
সৌদি আরবে এক সপ্তাহে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার
আমাদের নিয়ত সহি, জাতিকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই: সিইসি
৫ বিসিএস থেকে নিয়োগ পাবেন ১৮ হাজার ১৪৯ জন
শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে থানায় জিডি করলেন নওশাবা
আইইউটির ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
বাংলাদেশ-বেল‌জিয়ামের রাজনৈতিক সংলাপ আজ
রাজধানীতে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৭
জোড়া উইকেট হারিয়ে দিন শেষ করলো বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন আর নেই
এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ
আমাকে স্যার বলার দরকার নেই, আমি আপনাদের ভাই : উপদেষ্টা নাহিদ
দুই দিনের ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস
নির্বাচনের ফাঁকা মাঠ ভেবে খুশি হচ্ছেন, সাবধান হন : তারেক রহমান
গোপনে দুইজনকে বিয়ে, কাউকেই অধিকার বঞ্চিত করেননি জান্নাতুল