ভারতের কাছে বাংলাদেশের মেয়েদের শোচনীয় হার
আগের ৪ ম্যাচে দারুণ খেলা বাংলাদেশের মেয়েরা ভারতের বিপক্ষে মোটেই সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি। ব্যাটিং ব্যার্থতার জালে আটকা পড়ে হার মেনেছে ১১০ রানে। আগে ব্যাট করে ভারতের ৭ উইকেটে করা ২২৯ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ৪০ ওভার ৩ বলে মাত্র ১১৯ রানে।
প্রথম তিন ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং ছিল প্রশংসনীয়। যেখান থেকে তারা পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছিল ৯ রানে। কিন্তু উইন্ডিজকে ১৪০ রানে আটকে রেখেও তা অতিক্রম করতে পারেনি। ব্যাটিং ব্যার্থতার কারণে মাত্র ১৩৬ রানে অলআউট হয়েছিল। সেই ব্যাটিং ব্যার্থতাই যেন নিগার সুলতানারা ভারতের বিপক্ষে টেনে এনেছিলেন।
২৩০ রান পাড়ি দিতে গিয়ে ৩৫ রানে টপ অর্ডারের ৫ ব্যাটারকে হারিয়ে বড় বিপদে পড়ে যায় বাংলাদেশ। একে একে বিদায় নেন মুর্শিদা ১৯, শারমিন ৫, ফারজানা ০, নিগার ৩ ও রুমানা ২ রান করে। সম্মুখে ভাসতে থাকে বড় হারের দৃশ্য। শতরান পার হওয়া নিয়েও শঙ্কা ছিল। সেখানে সালমার ৩২, লতার ২৪, রিতুর ১৬ রানে শতরান পার হয়ে ১১৯ রানে অলআউট হয়ে হারের ব্যবধান কমিয়ে আনে ১১০ রানে। ভারতের স্নেহ রানা ৩০ রানে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নেন জুলান গোস্বামী ও পূজা।
হ্যামিলটনে এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ভারত ৭ উইকেটে ২২৯ রান করে। দলের পক্ষে ভাটিয়া ৫০, শাফালি ভার্মা ৪২,স্মৃতি ৩০, পূজা ৩০, স্নেহ রানা ২৭, রিচা ঘোষ ২৬ রান করেন। রিতু মনি ৩৭ রানে ৩টি, নাহিদা ৪২ রানে ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ভারতের ভাটিয়ালি।
প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশের এটি ছিলে পঞ্চম ম্যাচে চতুর্থ হার। ভারতের ৬ ম্যাচে তৃতীয় জয়।
এমপি/এসএ/