কোয়ার্টার-ফাইনালে অ্যাটলেটিকো, বিদায় রোনালদোদের
ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল অ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ ষোলোর ফিরতি লেগে ১-০ গোলে জিতেছে তারা। এর আগে প্রথম লেগ ১-১ গোলে ড্র করেছিল মাদ্রিদ। এর ফলে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে পরের ধাপে পা রাখল তারা।
মঙ্গলবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত এ ম্যাচের প্রথমার্ধের ১৩তম মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ইউনাইটেডের এন্থনি এলেঙ্গা। তরুণ এই সুইডিশ ফরোয়ার্ডের চেষ্টা মাথা দিয়ে রুখে দেন মাদ্রিদের গোলরক্ষক ইয়ান ওবলাক।
তবে ৩৬তম মিনিটে লোদির গোলে এগিয়ে যাওয়ার উল্লাসে ফেটে পড়েন দিয়েগো সিমেওনের শিষ্যরা। অঁতোয়ান গ্রিজমানের বাড়ানো বলে হেড করে একমাত্র জয়সূচক গোলটি করেন তিনি।
এদিকে প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আক্রমণে আধিপত্য বজার রেখে গোলের দেখা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। যদিও ৬৭তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন ইউনাইটেড কোচ রালফ রাংনিক। তার পরও ঘরের মাঠে হেরে ইউরোপ থেকে বিদায় নিতে হলো রোনালদোদের।
এসআইএইচ