এএইচ কাপ হকি
আশরাফুলের হ্যাটট্রিকে সেমিফাইনালে বাংলাদেশ
এএইচকাপ হকিতে টানা তৃতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৫ মার্চ) আশরাফুলের হ্যাটট্রিকে তারা ইরানকে ৬-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। টানা তিন জয়ে বাংলাদেশ আছে গ্রুপের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ওমানের পয়েন্ট ৬। তারা খেলেছে অবশ্য এক ম্যাচ কম। ইন্দোনেশিয়া ও ইরানের পয়েন্ট তিন করে। সিঙ্গাপুর কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি।
আগের দুই ম্যাচে বাংলাদেশ ৭-২ গোলে ইন্দোনেশিয়াকে এবং পরের ম্যাচে সোহানুর রহমান সবুজের হ্যাটট্রিকে ৭-০ গোলে হারিয়েছিল সিঙ্গাপুরকে। ‘বি’ গ্রুপে বাংলাদেশ তাদের শেষ ম্যাচ খেলবে ১৭ মার্চ। এটি হবে দুই দলের গ্রুপ সেরা হওয়ার লড়াই।
আজ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার জেবিকে হকি ফিল্ডে বাংলাদেশ বড় জয় নিয়ে মাঠ ছাড়লেও প্রথমে গোল হজম করেছিল। বৃষ্টির কারণে খেলা বিলম্বে শুরু হওয়ার পর ৪ মিনিটে মোহাম্মদ আলীর ফিল্ড গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে তা মাত্র ৫ মিনিটের জন্য ছিল। পেনাল্টি কর্ণার থেকে গোল করে খেলায় সমতা নিয়ে আসেন আশরাফুল ইসলাম। প্রথম কোয়ার্টারে খেলা ১-১ ছিল। দ্বিতীয় কোয়ার্টারের খেলা শুরু হওয়ার পর ১৪ ও খেলার ২৯ মিনিটে সেই পেনাল্টি কর্ণার থেকে গোল করে আশরাফুল লিড এনে দেন ২-১।
তৃতীয় কোয়ার্টারে সবচেয়ে বেশি গোল হয়। দুই দল মিলে গোল করে ৪টি। বাংলাদেশ ৩টি, ইরান ১টি। বাংলাদেশের গোল ৩টি ছিল ৩৪ থকে ৩৯ মিনিটের মাঝে। ৩৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে খোরশেদ গোল করে ব্যবধান বাড়ান ( ৩-১)। ২ মিনিট পরেই মিলন ফিল্ড গোলে ৪-১ গোলে দলকে লিড এনে দেন। ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল আবারও গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে ৫-১ গোলে এগিয়ে নেন। ৪১ মিনিটে সাভিদের গোলে ইরান ব্যবধান কমান ৫-২। শেষ কোয়ার্টারে বাংলাদেশ ১টি গোল করে। ৫৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে এবার গোল করেননি আশরাফুল। পেনাল্টি কর্নার থেকে রোমান সরকার গোল করে ব্যবধান ৬-২-এ নিয়ে যান।
এমপি/এসআইএইচ