জাকিরের সেঞ্চুরির কাছে ম্লান নাঈম শেখের সেঞ্চুরি
চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে রূপগঞ্জ টাইগার্সের চমক
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এক সময়য়ের ঘরোয়া ক্রিকেটের সেরা আসর ঢাকা প্রিমিয়ার লিগের লিগের সেই জৌলুস আর নেই। জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া লিগ শুরু যেন নিয়মেই পরিণত হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তাই বলে উত্তেজনার পারদ কমেনি। এইতো লিগ শুরুর দিনই ঘটেছে বিশাল এক অঘটন।
বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীকে কুপোকাত করেছে নবাগত রূপগঞ্জ টাইগার্স। মোাহম্মদ নাঈম শেখের (১১৫) সেঞ্চুরিতে আবাহনীর করা ৯ উইকেটে ২৫৫ রান অতিক্রম করতে পাত্তাই দেয়নি রূপগঞ্জ টাইগার্স। জাকির (১১৭) আর মিজানের (৯৩) দৃঢ়তায় তারা সেই রান অতিক্রম করে মাত্র ৭ উইকেট ও ৮ ওভার হাতে রেখে ৩ উইকেটে ২৫৯ রান করে।
মঙ্গলবার (১৫ মার্চ) মিরপুরে টস হেরে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াটাকে অর্থবহ করে তোলেন অধিনায়ক মার্শাল আইয়ুবের বোলাররা। শরিফউল্লাহ ও মুকিদুলের তোপে পড়ে ৪৮ রানেই আবাহনী হারায় টপ অর্ডারের ৪ ব্যাটসম্যানকে। একে একে ফিরে যান বিপিএল মাতানো মুনিম শাহরিয়ার (১), জাকের আলী (৪), তৌহিদ হৃদয় (৭) ও নাজিবুল্লাজ জাদরান (৩)।
তারপরও তারা শেষ পর্যন্ত অলআউট না হয়েও ২৫৫ রান পর্যন্ত যেতে পেরেছিল মোহাম্মদ নাঈম শেখের ১১৫ রানের সঙ্গে মোহাম্মদ সাইফউদ্দিনের অপরাজিদ ৪০ ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ৩৭ রানের ইনিংসের সুবাদে। নাঈম ১১৩ বলে চলতি লিগের প্রথম সেঞ্চুরি করার পাশাপাশি তিনি রান খরাও কাটান। সেঞ্চুরি করার পর তিনি আর বেশি দূর এগুতে পারেননি। ১৩২ বলে ২ ছক্কা ও ১০ চারে ১১৫ রান করে তিনি ফরহাদ রেজার বলে আরিফুলের হাতে ধরা পড়ে বিদায় নেন।
রূপগঞ্জেরে হয়ে মুকিদুল ৫১ রানে নেন ৩ উইকটে। ২টি করে উইকেট নেন শরিফুউল্লাহ ও ফরহাদ রেজা।
নবাগদ দল হিসেবে রূপগঞ্জ টাইগার্সের সামনে ২৫৫ রান অতিক্রম অনেক বড় টার্গেটই। কিন্তু দুই ওপেরার মিজানুর রহমান ও জাকির হাসান সেই টার্গেটকে সহজলভ্য করে তুলেন উদ্বোধনী জুটিতে ২৫.৪ ওভারে ১৬৬ রান করে।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে মিজানুর ৮২ বলে ৩ ছক্কা ও ১২ চারে ৯৩ রান করে আউট হলেও জাকির সেঞ্চুরি করে পাল্টা জবাব দেন। ১১৬ বলে ২ ছক্কা ও ৩ চারে ১১৭ রান করে তিনি যখন আউট হন, দল তখন জয়ের কাছাকাছি। দলীয় রান ৩ উইকেটে ২৪৮।এই দুই জনকেই আউট করেন কামরুল ইসলাম রাব্বি। জাকির আউট হওয়ার আগে বিদেশি রিক্রট বাবা অপরাজিত ১১ রান করে আউট হন। জয়ের বাকি কাজ সারেন অধিনায়ক মার্শাল আইয়ুব ২৩ ও ফজল মাহমুদ ১০ রানে অপরাজিত থেকে। কামরুল ইসলাস রাব্বি ৫০ রানে নেন ২ উইকেট।
এমপি/এমএমএ/