নিগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপ ক্রিকেট খেলতে গিয়ে তৃতীয় ম্যাচে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। নিশ্চিত হারা ম্যাচ অসম্ভব লড়াকু মনোভাব দেখিয়ে বাংলাদেশের মেয়েরা ৯ রানে জয় তুলে নেয়।
এমন জয়ে বাঘিনীদের অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ক্রিকেটারদের পাশাপাশি তিনি দলের কোচ, কর্মকর্তাদেরও অভিনন্দন জানিয়েছেন।
সোমবার (১৪ মার্চ) এক বার্তায় তিনি বলেন, ‘স্বাধীনতার এ মহান মাসে বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানকে হারিয়ে বিশ্ব নারী ক্রিকেটে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমি বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকল খেলোয়াড় কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক শুভেচছা ও অভিনন্দন জানাই।’
তিনি আরও বলেন, ‘আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই দেশের নারী খেলোয়াড়দের প্রকৃত অভিভাবক নারী ও ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় আমাদের নারী ক্রীড়াবিদরা বিশ্ব ক্রীড়াঙ্গনে একের পর এক নিজেদের কৃতিত্ব ধরে রাখতে সমর্থ হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ভবিষ্যতেও নারী ক্রিকেট দলের সাফল্যের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।’
এমপি/এমএমএ/