প্রিমিয়ার লিগের বিদেশি ক্রিকেটার
এক সময় বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ছিল ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ। দল-বদল নিয়ে সে কি টানটান উত্তেজনা। তারপর মাঠের লড়াইয়ে ছিল আরও কয়েকগুন বেশি।
সেই উত্তেজনায় নতুন করে ঢেউ লাগাতেন নামী-দামী বিশ্ব সেরা ক্রিকেটাররা। ওয়াসিম আকরাম-রানাতুঙ্গার, নেইল ফেয়ার ব্রাদারের মতো ক্রিকেটাররা খেলেছেন বিভিন্ন ক্লাবের হয়ে। কিন্তু টেস্ট ক্রিকেটে খেলার যোগ্যতা লাভ করার পর থেকে ধীরে ধীরে প্রিমিয়ার লিগের গুরুত্ব কমতে থাকে।
এই গুরুত্ব কমে যাওয়ার অন্যতম একটি কারণ ছিল বিসিবির উদাসীনতা। তারা শীতের ক্রিকেটকে নিয়ে যায় গ্রীষ্মে। সেখানে জায়গা হয় বিপিএলের। এ সময় জাতীয় দলেরও কোনো খেলা রাখা হয় না। এদিকে গ্রীষ্মে ক্রিকেটের উপর আবার হানা দেয় বৃষ্টি। রিজার্ভ ডে রাখার পরও অনেক খেলা মীমাংসা হতে পারেনি।
আবার যখন অনুষ্ঠিত হয়, তখন দেশের তারকা ক্রিকেটাররা ব্যস্ত থাকেন জাতীয় দলের খেলা নিয়ে। আবার বিদেশি ক্রিকেটাররা খেললেও আগের মতো মান সম্পন্ন ক্রিকেটারে অভাব দেখা দেয়।
গতবার আবার করোনার কারণে ৫০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল ২০ ওভারে। এবারের দল-বদলও হয়েছে অনেকটা নীরবে। যখন চলছিল আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এভাবেই প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগ তার জৌলুষ হারিয়ে ফেলেছে।
এবারও এ লিগ মাঠে গড়াচ্ছে গ্রীষ্মে। শুরু হবে ১৫ মার্চ। গতবারের রানার্সআপ প্রাইম দোলেশ্বর নিজ থেকে সরে গেছে। দল নেমে এসেছে ১১টিতে। জৌলুস বাড়াতে আগামীকাল করা হবে ট্রফি উন্মোচন। বিভিন্ন ক্লাব আবার বিদেশি ক্রিকেটারও চুড়ান্ত করে ফেলেছে। সেখানে নেই সে রকম মান সম্পন্ন ক্রিকেটার। আয়োজকরা বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখেননি। একটি দল যতো ইচ্ছে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। কিন্তু সেরা একাদশে খেলতে পারবেন একজন।
উল্লেখ করার মতো বিদেশি ক্রিকেটার হলেন পাকিস্তানের জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তিনি খেলবেন মোহামেডানের হয়ে। বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড দলে নিয়েছে দুইজনকে। আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরান ও ভারতের হনুমা ভিহারি। খেলবেন যে কোনো একজন। প্রাইম ব্যাংকের হয়ে খেলতে দেখা যাবে ভারতের রঞ্জি ট্রফির ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরনকে।
জিম্বাবুয়ের সিকান্দার রাজা খেলবেন শাইন পুকুরের হয়ে।ভারতের জম্মু-কাশ্মিরের দলপতি অলরাউন্ডার পারভেজ রসুলকে দেখা যাবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের হয়ে খেলতে। খেলাঘরের হয়ে খেলবেন ভারতের রাজস্থানের বাঁহাতি ব্যাটসম্যান অশোক ম্যানেরিয়াকে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের দলে নিয়েছে ভারতের তামিল নাড়ুর ক্রিকেটার ও ২০১২ সালে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার বাবা অপরাজিতকে। লিজেন্ডস অব রূপগঞ্জ নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সহ-অধিনায়ক চেরাগ সুরিকে। তিনি জন্মগতভাবে ভারতীয়। সিটি ক্লাবের বিদেশি ক্রিকেটার হলেন পাকিস্তানের খালিদ পারভেজকে। রূপগঞ্জ টাইগার্স ও ব্রাদার্স ইউনিয়ন এখন পর্যন্ত তাদের বিদেশি ক্রিকেটার চূড়ান্ত করেনি।
এমপি/এমএমএ/